সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ১০:৩২:৪৪

কষ্টেই ম্যাচটি জিততে হলো মেসিদের

কষ্টেই ম্যাচটি জিততে হলো মেসিদের

স্পোর্টস ডেস্ক: লা লিগায় শিরোপা ধরে রাখতে চায় বার্সা। আসরের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বার্সেলোনা। তবে এদিন বেশ কষ্টেই ম্যাচটি জিততে হয়েছে তাদের।  

প্রথম ম্যাচে প্রতিপক্ষের জালে গোল উৎসব করা বার্সা এ দিন ইভান রেকিটিকের একমাত্র গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারায়।  

রোববার বিলবাওয়ের মাঠে ম্যাচের শুরুতেই গোল খেতে বসেছিল বার্সা। সতীর্থের উদ্দেশে মার্ক-আন্দ্রে টের স্টেগানের বাড়ানো বলে বিলবাওয়ের মিডফিল্ডার বেনাত শট নিলে গোলরক্ষকের মুখে লেগে ফিরলে বেঁচে যায় বার্সা। এরপর খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ২১ মিনিটে আর্দা তুরানের দারুণ ক্রসে গোল করে দলকে লিড এনে দেন রেকিটিক।

ম্যাচের ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ পান তুরান। কিন্তু মেসির কাছ থেকে ফাঁকায় বল পেয়েও গোল করতে ব্যর্থ হন এই তারকা। ফলে ১-০ গোলে এগিয়েই বিরতিতে যায় মেসি-সুয়ারেজরা।
 
বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে বার্সা। ম্যাচের ৫৪ মিনিটে মেসির নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে গেলে হতাশ হয় বার্সা সমর্থকরা। আর ৬৯ মিনিটে ফাঁকায় বল পেয়েও গোলের সহজ সুযোগ নষ্ট করেন পাঁচবারের বর্ষসেরা তারকা। ম্যাচের ৮১ মিনিটে সবচেয়ে সহজ সুযোগটি পায় সুয়ারেজ। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন আগের ম্যাচে হ্যাট্রিক করা এই তারকা।

ম্যাচে ৮৫ মিনিটে সমতায় ফিরতে পারতো বিলবা। বেনাতের ফ্রি-কিক পোস্টে আঘাত করে। বল জালে প্রবেশ না করে ফিরে আসে। বাকি সময়ে লড়াই হয় তুমুল। কিন্তু নির্দিষ্ট সময় শেষে ফলাফল বার্সা জয়ী ১-০ ব্যবধানে।
২৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে