সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ১১:৫৫:২১

বিদায়, দিলশান বিদায়

বিদায়, দিলশান বিদায়

স্পোর্টস ডেস্ক : বিদায়, দিলশান বিদায়।জীবনের শেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচটি জয় দিয়ে রাঙিয়ে রাখা হলো না তিলকরত্নে দিলশানের। সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে যে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ, কিন্তু আগেই ঘোষণা দিয়েছিলেন তৃতীয় ম্যাচটিই হবে ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ, তাই বর্ণাঢ্য ক্রিকেটীয় জীবনের লঙ্কানদের বহু জয় এনে দিলেও শেষ ম্যাচে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো দিলশানকে।

চলতি সিরিজে রান না পেলেও বিদায়ী ওয়ানডেতে হেসেছে তার ব্যাট। দলের চরম বিপর্যয় মুহূর্তে ৪২ রান করেন দলের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এছাড়া ঘোষণা অনুযায়ী দুই ম্যাচের টি-২০ সিরিজ শেষে সব রকমের আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টানবেন দিলশান।
 
আগেই ওয়ানডে ১০ হাজারি রানের অভিজাত ক্লাবে প্রবেশ করা ৩৯ বছর বয়সী দিলশানের রান সংখ্যা এখন ৩৯.২৭ গড়ে ১০২৯০। প্রায় ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৪৭টি অর্ধশতকের পাশাপাশি ২২টি শতক হাঁকিয়েছেন। ১৯৯৯ সালের নভেম্বরে জিম্বাবুয়ের মাটিতে টেস্ট ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। পরের মাসেই একই প্রতিপক্ষের বিপক্ষে পা রাখেন ওয়ানডেতে।

রবিবার ডাম্বুলায় আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৪৯.২ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ২২৬ রান। জবাবে, ২৪ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। লঙ্কানদের হয়ে ইনিংস সর্বোচ্চ ১০২ রান করেন দিনেশ চান্দিমাল। দ্বিতীয় সর্বোচ্চ (৪২) রান আসে দিলশানের ব্যাট থেকে। তবে আর কোনো ব্যাটসম্যান ২০ রানের কোটা পার করতে না পারায় ২২৬ রানেই থেমে যায় লঙ্কানদের ইনিংস। অজিদের হয়ে অ্যাডাম জাম্পা তিনটি উইকেট দখল করেন। দুটি করে উইকেট পান হ্যাস্টিংস, মিচেল স্টার্ক আর জেমস ফকনার।
 
২২৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে অজি দলপতি ডেভিড ওয়ার্নার ১০ আর ওপেনার অ্যারন ফিঞ্চ ৩০ রান করে বিদায় নেন। শন মার্শ ১ রানে দ্রুত সাজঘরে ফিরলেও চার নম্বরে নামা জর্জ বেইলি করেন সর্বোচ্চ ৭০ রান। ট্রেভিস হেড ৩৬ রান আর ম্যাথিউ ওয়েড ৪২ রান করেন। ৪৬ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।-বিডি প্রতিদিন
২৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে