সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ১২:৪৫:৩১

আঙ্গুলে চিড় ধরায় এই ৩টি সুযোগ বঞ্চিত হবেন তামিম!

আঙ্গুলে চিড় ধরায় এই ৩টি সুযোগ বঞ্চিত হবেন তামিম!

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল মিরপুর শেরে বাংলা মাঠ থেকে অনুশীলন শেষ করে বের হয়ে। নিজের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন। হাতে দেখা গেল ফ্লিন্ট লাগানো। এতে বুঝতে বাকি রইলো না হাতের কোথাও চোট পেয়েছেন তিনি।

নিজেই জানিয়ে দিলেন, ক্যাচ প্র্যাকটিস করার সময় চোট পেয়েছেন। এরপর এক্সরে করে দেখা যায় তার আঙুলের কনিষ্ঠাতে চিড় ধরেছে। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান। আঙ্গুলে চিড় ধরায় এই ৩টি সুযোগ থেকে বঞ্চিত হবেন তামিম!

তার চিড়টি খুব গুরুতর না হলেও অন্তত তিন  থেকে চার সপ্তাহ লেগে যাবে ভালো হতে। এই বিষয়ে ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়ে আঙুলে ফ্র্যাকচার হয়েছে। খুব ছোট না, খুব বড়ও নয়। অন্তত তিন সপ্তাহ মতো লাগবে সেরে উঠতে। তিন সপ্তাহ পর বোঝা যাবে অবস্থা। তবে ইংল্যান্ড সিরিজ নিয়ে শঙ্কা নেই, সেটা নিশ্চিত করে বলতে পারি।’ ইংল্যান্ড সিরিজে খেলতে পারলেও তামিম ইকবাল খেলতে পারবেন না আফগানিস্তানের বিপক্ষে।

সূত্রটি জানায়, ‘যদি আফগানিস্তান বাংলাদেশ সফরে আসে তাহলে তামিমের সেখানে খেলা ভীষণ কঠিন হয়ে যাবে।’টানা এক মাস ফিটনেস ক্যাম্প শেষ হয়েছে। গত ২০শে আগস্ট থেকে প্রধান কোচ হাথুরুসিংহের নেতৃত্বে শুরু হয়েছে স্কিল ট্রেনিং। সোমবার দিতে হবে ফিটনেস টেস্ট।

তবে তামিম ইকবাল কোনোটাতেই অংশ নিতে পারছেন না। আপাতত তার স্কিল ট্রেনিং করা হচ্ছে না বলেও জানান জাতীয় দলের ফিজিও। তিনি বলেন, ‘আপাতত স্কিল ট্রেনিং (ব্যাটিং- বোলিং) করতে পারবে না তামিম। এই ৩টি ক্ষেত্রেই সুযোগ বঞ্চিত হচ্ছেন তামিম।

তবে ফিটনেস ট্রেনিং চালিয়ে যেতে পারবে সতর্কভাবে।’ খোঁজ নিয়ে জানা গেল শনিবার দুপুরে অনুশীলনের সময় তিনি হাতে চোট  পেয়েছিলেন। এরপর চিকিৎসকরা সেদিন কোনো এক্সরে না করালেও প্রাথমিক চিকিৎসা দেন। গতকাল তার  চোটের জায়গাতে এক্সরে করা হয়। এক্সরেতে চিড় ধরা পড়াতে শঙ্কাতেই আছেন জাতীয় দলের এই সেরা ওপেনার।

ইংল্যান্ড সিরিজের আগে ২৫শে সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ হওয়ার কথা রয়েছে। এ ছাড়াও ২০শে সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে বিসিএল।

বলা চলে আঙুলের এই চিড়ের কারণে তামিম ইকবালের বিসিএল ও আফগানিস্তান এলে খেলতে পারবে না। তবে তাকে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে। এরপর চোটের স্থান পরীক্ষা করে দেখবেন চিকিৎসক ও ফিজিও। তখনই বুঝা যাবে তার ব্যাট হাতে নিতে আসলে কতটা সময় লাগবে।-এম জমিন
২৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে