স্পোর্টস ডেস্ক : এটাই কি পাকিস্তান! ক্রিকেট মাঠে অসাধারন ঝলক দেখিয়ে সবাইকে মুগ্ধ করেছে পাকিস্তান। পাকিস্তান যেটা করেছে তা ছিল সবার কাছেই অকল্পনীয়।
পাকিস্তানের শক্তি হারিয়ে গেছে বলে একটি ধারনা সবার। তবে সেটা যেন এখন ফিকে! বৃহস্পতিবার পাকিস্তান অসাধারণ ক্রিকেট প্রদর্শনী দেখিয়েছে। পাকিস্তানের নবীন ক্রিকেটাররাই দেখিয়েছে এই দাপট।
হারারেতে পাকিস্তানকে বোলিংয়ের প্রথম দিকে কাবু করে ফেলে জিম্বাবুয়ে। কিন্তু রিজওয়ানের অপরাজিত ৭৫, ওয়াসিমের ৬১ রানের ইনিংস পাল্টে দেয় সবকিছু।
১২৮ রানে ৫ উইকেট হারানো পাকিস্তান ৬ উইকেটে ২৫৯ রানের টার্গেট দেয় জিম্বাবুয়েকে। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে অলআউট হয় ১২৮ রানে।
অসাধারণ একটি লড়াই উপভোগ করার সুযোগ পায় ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তানের ইয়াসির শাহ জ্বলে ওঠেন বল হাতে। তিনি একাই ভেঙ্গে দেন প্রতিপক্ষের ব্যাটিং কাঠামো।
বাকী কাজটা করেন শোয়েব মালিক ও ওয়াসিম। ইয়াসির ৬ টি, মালিক ৩টি ও ওয়াসিম ১টি উইকেট শিকার করেন। পাকিস্তান জয় পায় ১৩১ রানে।
ইয়াসির শাহ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান এর মাধ্যমে ১-০ তে এগিয়ে গেল।
২ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর