শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ১০:৫৬:৪০

বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার সমালোচনায় যা বলল পাকিস্তান

বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার সমালোচনায় যা বলল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরে আসার কথা পাকাপাকি করে অস্ট্রেলিয়া। ঢাকায় টিম অস্ট্রেলিয়ার মালামালও নিয়ে আসা হয়।

কিন্তু এরপরেও বাংলাদেশে আসবে না বলে সাফ জানিয়ে দেয় অস্ট্রেলিয়া। বাংলাদেশের পক্ষে দাড়িঁয়ে অস্ট্রেলিয়ার সমালোচনায় এবার মুখ খুললেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান।

অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিলে পিসিবির সভাপতি শাহরিয়ার খান প্রতিক্রিয়া জানান। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নেয়াটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে।

শাহরিয়ার খান বলেন, পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে নিরাপত্ত্বা দিবে সর্বদা প্রস্তুত। ঢাকায় ইতালীয় এক নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে অসিদের উদ্বেগ থাকতে পারে।

কিন্তু তাদের এই সিদ্ধান্তের  মাধ্যমে অস্ট্রেলিয়া আমাদের জন্য স্পর্শকাতর বলে উঠে আসে। শাহরিয়ার খান জানান, ঢাকায় একজন অন্যদিকে আমাদের দেশে ৫০ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।

তাই বলে সবকিছু থেমে থাকতে পারে না।  তবে জঙ্গি প্রসঙ্গকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।
২ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর


 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে