শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ১২:০৩:৫৬

অস্ট্রেলিয়ার না আসায় ভীষণ দুঃখ প্রকাশ করে কি বললেন সেই পাইলট?

অস্ট্রেলিয়ার না আসায় ভীষণ দুঃখ প্রকাশ করে কি বললেন সেই পাইলট?

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে ধোঁকা দিয়েছে অস্ট্রেলিয়া! বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক ও বিশ্বমানের কিপার খালেদ মাসুদ পাইলট অস্ট্রেলিয়া না আসায় বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আক্ষেপের সুরে মুখ খুলেন।

ক্রিকেটে বাংলাদেশের যাত্রালগ্নে কিপিং নিয়ে নজর কেড়েছিলেন পাইলট। অসিদের প্রসঙ্গে তিনি বলেন,  কী বলব আমি! এভাবে শেষ মুহূর্তে একটি দলের না আসাটা ভীষণ দুঃখজনক।

পাইলট বলেন, বাংলাদেশে যখন সরকার বিরোধী আন্দোলন চলে তখন টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়। তখন কোনো অভিযোগ আসেনি।

আক্ষেপ করে তিনি বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশে আসার সিদ্ধান্ত পরিবর্তন করে বাংলাদেশের ইমেজ নষ্ট করেছে। পাকিস্তানে অনেক অঘটন ঘটে। কিন্তু আমাদের দেশে কিছুই হয় না।

ইতালীয় নাগরিককে হত্যাকে তিনি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেন। তিনি বলেন, সফরে গিয়ে আমরা এক সময় শ্রীলঙ্কার একটি হোটেলে ছিলাম।

আমাদের হোটেলের পাশেই বোমা হামলার ঘটনা ঘটে। অনেক মানুষ মারা যায়। এর পরেও ম্যাচ মাঠে গড়ায়। আমরা খেলি।

পাইলট দক্ষিণ আফ্রিকা নিয়ে বলেন, সেখানে চোর ও ডাকাতদের উপদ্রবে রাস্তায় চলাচলের কোনো সুযোগ নেই। কিন্তু বাংলাদেশে যে কেউ ইচ্ছামত ঘুরে বেড়াতে পারে।

এছাড়া অসিদের  তো ভিআইপি মর্যাদা দেয়া হবে। এর পরেও না এসে বাংলাদেশের ক্রিকেটের ইমেজে লাল কালি দিয়েছেন তারা।

বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমে ক্রমে বাংলাদেশের ক্রিকেটারদের ভুলের পরিমান কমবে।

জাতীয় লিগকে টার্নি পয়েন্ট হিসাবে উল্লেখ করেন পাইলট। এখানে খেলার মাধ্যমে ক্রিকেটারদের উন্নতি হবে বলে মত দেন তিনি।
২ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে