বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ০১:৪৭:৪৮

মুস্তাফিজ থাকলে ইংল্যান্ড সিরিজ জেতা সহজ হতো, বললেন আশরাফুল

মুস্তাফিজ থাকলে ইংল্যান্ড সিরিজ জেতা সহজ হতো, বললেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট টিম দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গণে না থাকার কারণে ইংল্যান্ড সিরিজ অনেকটাই কঠিন হবে বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষকগন। টাইগার দলের সাবেক দলপতি মোহাম্মদ আশরাফুলও বিশ্লেষকগনের মধ্যে একজন।

গতকাল মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন শেষে মিডিয়া কর্মীদের লাখো মানুষের জনপ্রিয় তারকা মোহাম্মদ আশরাফুল  জানান,

ইংল্যান্ড সিরিজটা চার পাঁচ মাস আগে হলে চ্যালেঞ্জ হতো না। যেহেতু আমরা লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ম্যাচ খেলছি না। আর ইংল্যান্ড আসলেই চমৎকার ক্রিকেট খেলছে। হোম-অ্যাওয়ে, সবখানে ভালো খেলছে। সেদিক থেকে বললে সিরিজটা আমাদের জন্য কঠিন হবে।’

ইংল্যান্ডের কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ। শেষ পর্যন্ত অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। অপারেশনের পর অনেকটা সুস্থ হয়ে উঠলেও পুনর্বাসন প্রক্রিয়া শেষ হতে এখনও ৬ মাসের মতো সময় লাগবে তাঁর।  এই কারণে ইংল্যান্ড সিরিজ সহ আগামী নিউজিল্যান্ড সিরিজেও দলে থাকছেন না তিনি।

মুস্তাফিজের অনুপস্থিতির কারণেই ইংল্যান্ড সিরিজ কঠিন হবে বলে মানছেন ঘরোয়া ক্রিকেটে ৩ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আশরাফুল। এই প্রসঙ্গে আশরাফুল বললেন,

‘এই সিরিজে মুস্তাফিজকে আমরা মিস করবো, মুস্তাফিজ থাকলে অনেকটা সহজ হতো ওদের সাথে সিরিজটা জেতার জন্য। তারপরও আমি মনে করি আমাদের খেলোয়াড়দের কনফিডেন্স লেভেলটা ভালো আছে। কারণ প্রিমিয়ার ক্রিকেট লিগে ভালো খেলেছে আমাদের তারকা ক্রিকেটাররা।’
৩১ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে