বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ০২:০৭:৫৪

ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেলেন স্টেইন

ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেলেন স্টেইন

স্পোর্টস ডেস্ক: বয়স হয়ে গেছে ৩৩। তবু ডেল স্টেইন আগের মতোই ভয়ংকর। গতকাল সেঞ্চুরিয়নে আরও একবার আগুন ঝরালেন দক্ষিণ আফ্রিকান পেসার। অগ্নিঝাড়া বোলিংয়ে ৮ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে বেঁধে ফেলেছেন ১৯৫ রানে।

আর একদিনই পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেলেন স্টেইন। এদিন ৮ উইকেট নিয়ে এখন ৮৪ টেস্টে স্টেইনের উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৪১৬টি।

১০৪ টেস্টে ৪১৪ উইকেট পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিমের। সেঞ্চুরিয়নে মিচেল স্যান্টনারের উইকেটটি নিয়ে ওয়াসিমকে ছাড়িয়ে যান স্টেইন।

টেস্ট ইতিহাসে ফাস্ট বোলারদের মধ্যে স্টেইনের চেয়ে বেশি উইকেট আছে আর মাত্র ৬ জনের। ফাস্ট বোলার ও স্পিনার মিলিয়ে সংখ্যাটা ১০।

আর মাত্র ৬ উইকেট পেলেই দক্ষিণ আফ্রিকার সর্বকালের সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যাবেন স্টেইন। ১০৮ ম্যাচে ৪২১ উইকেট নিয়ে রেকর্ডটি দখলে রেখেছেন শন পোলক।
৩১ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে