বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ০২:২৬:১৬

৪৯ বছর পর ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার ডি কক

৪৯ বছর পর ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার ডি কক

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে ম্যাচসেরার পুরস্কার জেতার পাশাপাশি দারুণ এক কীর্তি গড়েছেন কুইন্টন ডি কক। এই টেস্টে ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।

একই টেস্টে দুটি ফিফটি বা এর বেশি রানের স্কোর ও এক ইনিংসে কমপক্ষে পাঁচটি ডিসমিসালের কীর্তি গড়া দক্ষিণ আফ্রিকার মাত্র দ্বিতীয় উইকেটকিপার এখন তিনি। ৪৯ বছর পর ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার ডি কক।

সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম ইনিংসে ৮২ ও দ্বিতীয় ইনিংসে ৫০ রান করেন ডি কক। নিউজিল্যান্ডের পথম ইনিংসে ডিসমিসাল করেন ৫টি। দ্বিতীয় ইনিংসে আরো একটি।

এর আগে ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দুই ইনিংসে ৬৯ ও ১৮২ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ডেনিস লিন্ডসে।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তিনি ডিসমিসাল করেছিলেন ৬টি। ম্যাচে ৮টি। ২০০৫ সালে না ফেরার দেশে চলে যাওয়া লিন্ডসে ৪৯ বছর পর সঙ্গী পেলেন ডি কককে।

টেস্ট ইতিহাসে এমন কীর্তি আছে আর দুজন উইকেটকিপারের। ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে এই কৃতিত্ব দেখিয়েছিলেন ভারতের মহেন্দ্র সিং ধোনি।

আর ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই অকল্যান্ড টেস্টে ইংল্যান্ডের ম্যাট প্রিয়র। ডি কক টেস্টে এই প্রথম ম্যাচসেরার পুরস্কারও জিতলেন।
৩১ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে