বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ০২:৪১:৫০

পরিবারকে সময় দেয়াই কি হাথুরুর উদ্দেশ্য? যা বললেন আকরাম খান

 পরিবারকে সময় দেয়াই কি হাথুরুর উদ্দেশ্য? যা বললেন আকরাম খান

স্পোর্টস ডেস্ক : তাসকিন আহমদ ও আরাফাত রহমান সানি যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ দলের দুই তারকা আরাফাত সানি ও তাসকিন আহেমদ।

তাদের বোলিং অ্যাকশন শোধরাতে আগামী ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পরীক্ষা দিবেন তাসকিন-সানি। আর সঙ্গে যাবেন জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে।

শুধু এই দুই টাইগার ক্রিকেটারই নয় তিনি তার পরিবারকে সময় দেয়ার জন্যই অস্ট্রেলিয়া যাবেন। তাসকিন ও সানির সাথেই অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার কথা তার।
 
পরিবারকে সময় দেয়াই কি হাথুরুর উদ্দেশ্য? যা বললেন আকরাম খান। বিসিবির ক্রিকেট অপারেশন প্রধান আকরাম খান এই কারণ ব্যাখ্যা করেন।

ইন্টারভিউ চলাকালীন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জানান, এটি তাসকিন-সানির ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাদের এই খারাপ সময়ে পাশে থাকতে তাসকিন-সানির সাথে কোচের থাকার ব্যাপারে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

“আমরা চিন্তা করেছি অন্য কাউকে পাঠানোর চেয়ে দলের প্রধান কোচকেই পাঠানোই সঠিক সিদ্ধান্ত ছিল। কেননা সে অস্ট্রেলিয়ায় বসবাস করে এবং সেখানে তার পরিবারও রয়েছে। তার উপস্থিতি তাসকিন-সানিকে অনুপ্রেরণা জোগাবে।”
 
তিনি বলেন, “আমরা চাই না তাসকিন-সানি অস্ট্রেলিয়া গিয়েই পরীক্ষা দিক। তাদেরকে কয়েকদিন আগে পাঠানো হচ্ছে কারণ যাতে ওরা পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে পারে। কোচ সেখানে আগেই যাবেন এবং অনুশীলন করার সকল ব্যবস্থা তিনিই করবেন।”

আকরাম খান আরো জানান, খেলোয়াড়দের পরীক্ষা শেষে সাথে সাথেই দেশে আসবেন না কোচ চন্দিকা হাথুরুসিংহে। সে আরো কিছুদিন ছুটিতে থাকবে এবং তার পরিবার নিয়ে শ্রীলঙ্কায়ও যাওয়ার কথা রয়েছে।

“ঈদের ছুটির কারণে ক্যাম্প কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। তিনি সেখানে মাত্র কিছুদিনের জন্য গেছেন। ক্যাম্প শুরু হওয়ার আগেই আবারো দলের সাথে যোগ দিবেন।”
৩১ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে