শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০৪:২৭:১০

অস্ট্রেলিয়ার কড়া সমালোচনা করে যা বললেন বিসিবি কর্মকর্তা

অস্ট্রেলিয়ার কড়া সমালোচনা করে যা বললেন বিসিবি কর্মকর্তা

স্পোর্টস ডেস্ক : এখন ঢাকার মাটিতে অনুশীলনে ব্যস্ত থাকার কথা ছিল টিম অস্ট্রেলিয়ার। বাংলাদেশের মাটিতে প্রতিপক্ষ হিসাবে টাইগারদের বিরুদ্ধে দুটি টেস্ট খেলার কথা ছিল তাদের।

সব কিছু শেষ হয়ে গেলেও এখন আলোচনার তুঙ্গে এই সিরিজ কেন্দ্রিক নানা প্রসঙ্গ।  টাইগার টিমের সাবেক অধিনায়ক ও বিসিবি কর্মকর্তা রকিবুল হাসান  কড়া সমালোচনা করেছেন অসি ক্রিকেট বোর্ডের।

রকিবুল হাসান অস্ট্রেলিয়াকে স্রেফ ‌'জেগে জেগে ঘুমিয়ে থাকা প্রতিষ্ঠান'  হিসাবে আখ্যা দেন।  তিনি বলেন, কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে আপনি কিভাবে জাগাবেন?

কেউ যদি সিদ্ধান্ত মনে মনে রেখে অর্থহীন মন্তব্য করেন তাকে কি করবেন? অসি ক্রিকেট বোর্ডের সমালোচনায় রকিবুল হাসান বলেন, ওরা আগেই সিদ্ধান্ত নিয়ে রাখে যে বাংলাদেশে আসবে না।

বাংলাদেশকে অযথা দোষ দিয়েছে অস্ট্রেলিয়া উল্লেখ করে তিনি বলেন, কেউ জেগে জেগে ঘুমিয়ে থাকলে তাকে জাগানো যাবে না। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও ঠিক তাই করেছে।
২ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে