বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:২৫:২৭

ইংল্যান্ডের দলের সেই দুই মুসলিমসহ আরও ডাক পেয়েছেন যারা

ইংল্যান্ডের দলের সেই দুই মুসলিমসহ আরও ডাক পেয়েছেন যারা

স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজ শেষ দুই দেশের। ৩টি ওয়ানডে শেষে নির্ধারিত হয়েছে ফলাফল। আর মাত্র দুটি ওয়ানডে ম্যাচ শেষে হবে দুইদেশের একমাত্র টোয়েন্টি২০ ম্যাচটি।

আগামী ৭ সেপ্টেম্বর সফরকারী পাকিস্তানের বিপক্ষে ওল্ড ট্র্রাফোর্ডে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। পাকিস্তানের সামনে সুযোগ রয়েছে পুরো টুর্ণামেন্টের ফলাফলকে সমতায় আনার। টি-টোয়েন্টিতে জয় এবং দুই ওয়ানডেকে জয় পেলে হাফ ছেড়ে বাঁচবে পাকিস্তান।

অন্যথায় বিতর্ক নেমে আসবে পাকিস্তান টিমে। ইনজামাম ইক প্রধান নির্বাচক হওয়ার পরের ওয়ানডে সিরিজের হেরে গেছে পাকিস্তান। এখন টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড।    

ইংল্যান্ডের জাতীয় দলের নির্বাচক জেমস হুইটাকার এ সম্পর্কে বলেছেন, সাদা বলে উভয় ফরমেটে আমরা যেভাবে উন্নতি করছি তা সত্যিই চমৎকার। পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচটি খেলোয়াড়দেরও উন্নতির গ্রাফ পরীক্ষার আরেকটি সুযোগ।

গত কয়েক বছর ধরে ওয়ানডে দলে অনিয়মিত উড পাকিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মাধ্যমে পুনরায় দলে স্থায়ী হয়েছেন। তিনটি ওয়ানডেতে তিনি পাঁচ উইকেট দখল করেছেন।

গত বছর জুনে উড ইংল্যান্ডের হয়ে একমাত্র টি২০ ম্যাচটি খেলেছেন। অন্যদিকে চলতি বছর ভারতে টি২০ বিশ্বকাপের ফাইনালে সর্বশেষ টি২০ দলে ছিলেন স্টোকস। হুইটাকারের মতে টি২০ দলটিতে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন।

স্টোকস ও উডকে পেয়ে দলটি আরো শক্তিশালী হয়েছে। দুজনেই বিশ্বমানে খেলোয়াড়। ইংল্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে এই দুজনেই আছেন। ইংল্যান্ডের দলের সেই দুই মুসলিমসহ আরও ডাক পেয়েছেন যারা, দেখে নিন।

ইংল্যান্ড টি২০ স্কোয়াড : ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, স্যাম বিলিংস, জোস বাটলার, এ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, টাইমাল মিলস, লিয়াম প্লানকেট, আদিল রশীদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, মার্ক উড।
১ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে