বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:১৮:৩৬

গ্যালারিতে সেলফি তোলা নিয়ে ব্যস্ত সাবেক ক্রিকেটাররা

গ্যালারিতে সেলফি তোলা নিয়ে ব্যস্ত সাবেক ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: সকালের দিকে কিছুটা রোদ থাকলেও দুপুর গড়াতেই শুরু হয়ে গেলো রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা। দফায় দফায় বৃষ্টিতে ভিজলো কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম। দুপুর দু’টায় সাবেক ক্রিকেটারদের মাঠে থাকার কথা থাকলেও ওই সময় গ্যালারিতে বসেই সময় কাটান তারা। এক সময়ের নিয়মিত মুখগুলোকে অনেকদিন পর হঠাৎ এক সঙ্গে পেয়েই উচ্ছ্বসিত হয়ে উঠলেন সাবেক তারকা ক্রিকেটাররা। সেলফি এবং ছবি তোলার সঙ্গে গল্পে গল্পেও সময় কাটিয়ে দিলেন তারা।

বৃহস্পতিবার দুপুর দুইটায় খেলার শুরুর কথা থাকলেও বৃষ্টির বাধায় বিকেল সাড়ে চারটায় মাঠে গড়ায় খেলা। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গ্রাউন্ডে রেনেঁসা রাজশাহী মাস্টার্সের বিপক্ষে মাঠে কনফিডেন্স গ্রুপ ঢাকা মেট্রো মাস্টার্স। তবে এর আগের সময়টা শুধু আনন্দ আড্ডায় কাটান সাবেক তারকারা।

এদিন রীতিমত তারকাদের ঢল নামে সৈকতের শহর কক্সবাজারে। যে গ্যালারি মুখরিত হয় দর্শকদের উল্লাসে তা মুখরিত করলেন সাবেকরা। ছবি তোলার জন্য রীতিমত হিড়িক পরে যায়। একজন আরেকজনকে ডেকে নিয়ে সেলফি তুলছেন। আর তখন পাশে দাঁড়ানো কেউ উঁকি দিচ্ছেন। আবার কেউবা পাশের জনের মনঃসংযোগ নষ্ট করার জন্য চিৎকার করছেন। এ যেন উৎসবের মেলা।

গ্যালারিতে বসে সেলফি তোলায় মনোযোগ ছিল নান্নু-নোবেলদেরও। দুই ভাই একত্রে ছবি তুলছেন। আবার ঢাকা প্রিমিয়ার লিগে এক সময় মোহামেডানের হয়ে নিয়মিত ওপেন করতেন হারুন-অর-রশিদ লিটন ও নুরুল আবেদিন নোবেল। অথচ তাদের দেখা হলো কিনা ১৭ বছর পর। অনেকটা আক্ষেপ করেই নোবেল বলেন, ‘এক সময় আমি আর লিটন একসাথে মোহামেডানে ওপেন করতাম। অনেক বছর একসাথে খেলেছি। অথচ আমাদের দেখা হলো ১৭ বছর পর। তাই এ কার্নিভাল আমাদের জন্য আশির্বাদও।’-জাগো নিউজ
১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে