বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:০৮:৪০

মাশরাফির আদর্শ কে জানেন?

মাশরাফির আদর্শ কে জানেন?

স্পোর্টস ডেস্ক : আমি নিজে ছোটবেলা থেকেই ওয়ালশের দারুণ ভক্ত। যখন থেকে আমি খেলা দেখা শুরু করেছি তখনও তিনি খেলছিলেন। টিভিতে অনেক খেলা দেখেছি তার। ছোটবেলায় ওয়ালশকে দেখেই পেস বোলার হওয়ার ইচ্ছা জাগে। তখন থেকে তাকেই আইডল মনে করে আসছিলাম। আমার সেই আদর্শই আজ বাংলাদেশের পেস বোলিং কোচ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হচ্ছেন কোর্টনি ওয়ালশ; এমন ঘোষণার দিনই অর্থাৎ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া লাউঞ্জে তাকে নিয়ে এসব কথা বললেন ওয়ানডে ও টি২০ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি বলেন, কোর্টনি ওয়ালশ বোলিং কোচ হিসেবে কাজ শুরু করার আগেই তো আমাদের ড্রেসিং রূমের চেহারা পাল্টে যাবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে তার উপস্থিতিটাই আমাদের অনেক বেশি চাঙ্গা করে তুলবে।

তিনি আরো বলেন, যেরকম মানের একজন ফাস্ট বোলার আমোদের সঙ্গে আছেন, তিনি আমাদের অভিভাবক, কোচ; এই বোধটাই যখন জাগ্রত হবে, তখন আরও বেশি চাঙ্গা হয়ে উঠবে আমাদের ক্রিকেটাররা।

প্রসঙ্গত, ২০১৯ সাল পর্যন্ত টাইগারদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন কোর্টনি ওয়ালশ।
১ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে