বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৬, ১০:০১:৩৪

যাকে দেখে বোলার হওয়ার ইচ্ছা জেগেছিল মাশরাফির

যাকে দেখে বোলার হওয়ার ইচ্ছা জেগেছিল মাশরাফির

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে মাশরাফি একটি নাম। যার ছোঁয়ায় বদলে গেছে বাংলাদেশ ক্রিকেট। ছোট বেলায় ক্রিকেটার হওয়ার ইচ্ছা না জাগলে ব্যাট-বল হাতে দারুণ প্রতিভা ছিল তার। তবে তাদের নতুন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে দেখেই পেসার হতে চেয়েছিলেন মাশরাফি। ছোটবেলা থেকে তাকেই আদর্শ মেনে আসছেন।

আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া লাউঞ্জে বসে মাশরাফি জানান, এটা অন্যরকম এক ভালো লাগা।

তিনি বলেছেন, ‘আমি নিজে ছোটবেলা থেকেই ওয়ালশের দারুণ ভক্ত। যখন থেকে আমি খেলা দেখা শুরু করেছি তখনও তিনি খেলছিলেন। টিভিতে অনেক খেলা দেখেছি তার। ছোটবেলায় ওয়ালশকে দেখেই পেস বোলার হওয়ার ইচ্ছা জাগে। তখন থেকে তাকেই আইডল মনে করে আসছিলাম। আমার সেই আদর্শই আজ বাংলাদেশের পেস বোলিং কোচ।’

শুধু তাই নয়, ওয়ালশের কারণে ড্রেসিংরুমের পরিবেশও পরিবর্তন হয়ে যাবে বলে মনে করছেন মাশরাফি। বিশেষ করে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজগুলো কোর্টনির উপস্থিতি বাংলাদেশের পেসারদের অনুপ্রেরণা দেবে বলে মন্তব্য মাশরাফির।

বলেছেন, ‘কোর্টনি ওয়ালশ বোলিং কোচ হিসেবে কাজ শুরু করার আগেই তো আমাদের ড্রেসিং রূমের চেহারা পাল্টে যাবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে তার উপস্থিতিটাই আমাদের অনেক বেশি চাঙ্গা করে তুলবে। যেরকম মানের একজন ফাস্ট বোলার আমোদের সঙ্গে আছেন, তিনি আমাদের অভিভাবক, কোচ; এই বোধটাই যখন জাগ্রত হবে, তখন আরও বেশি চাঙ্গা হয়ে উঠবে আমাদের ক্রিকেটাররা।’
১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে