শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০১:২৭:০৭

সাত বছরের মেয়ে আস্তাকুঁড় থেকে খুঁজে পেল সোনার মেডেল, তারপর যা ঘটলো

সাত বছরের মেয়ে আস্তাকুঁড় থেকে খুঁজে পেল সোনার মেডেল, তারপর যা ঘটলো

স্পোর্টস ডেস্ক: ১৯৯২-এর বার্সেলোনা অলিম্পিক্স থেকে সোনা জিতেছিলেন ক্যানোয়িস্ট জো জ্যাকবি। দলগত বিভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে সোনা জেতেন এই অ্যাথলিট।

১৯৯২-এর বার্সেলোনা অলিম্পিক্স থেকে সোনা জিতেছিলেন ক্যানোয়িস্ট জো জ্যাকবি। দলগত বিভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে সোনা জেতেন এই অ্যাথলিট। খুব বেশিদিন আগের কথা নয়। অলিম্পিক্স তখনও শুরুই হয়নি।

গত মে মাসে সোনার পদকটি চুরি হয়ে যায় জ্যাকবির গাড়ি থেকে। বাকি সব পুলিশ খুঁজে পেলেও অলিম্পিক্স পদকের হদিশ পাওয়া যায়নি। অলিম্পিক্স পদক বলে কথা! এ তো গৃহস্থের গর্ব, পড়শির ঈর্ষা।

চিরদিনের জন্য হারিয়ে যেত যেই সোনার পদক, সাত বছরের এক মেয়ের কল্যাণে সেটাই ফিরে পেলেন জ্যাকবি। সেই মেয়েটির নাম চোলে স্মিথ। প্রতিদিনের মতো সেদিনও বাবার হাত ধরে হাঁটতে বেরিয়েছিল সে। হঠাৎই তার চোখ পড়ে রাস্তার পাশের আবর্জনায়। সেখানে চকচকে একটি জিনিস স্মিথের দৃষ্টি আকর্ষণ করে।

আবর্জনা হাতড়ে স্মিথ খুঁজে নিয়ে আসে সোনার সেই পদক। তা নিয়ে মেয়েটি বাড়ি চলে আসে। কয়েকদিন আগে স্মিথের মা শুনেছিলেন জ্যাকবির সোনার পদক হারানোর খবরটি। কোনওরকমে জ্যাকবিকে খুঁজে বের করে তাঁর হাতেই তুলে দেওয়া হয় হারিয়ে ফেলা সোনার পদকটি। যা পাওয়ার পরে আর নিজেকে ধরে রাখতে পারেননি অলিম্পিয়ান জ্যাকবি।-এবেলা

২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে