স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির ঠিকানা যেন বার্সালোনা। বার্সালোনার সাবেক এক তারকাকে সিলেটের ফুটবল উন্নয়নের জন্য নিয়োগ দেয়া হচ্ছে।
তিনি নিজেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে যোগাযোগ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এই বিষয়টি চূড়ান্ত করবেন।
১৯৯৩-৯৪, ৯৪-৯৫, ৯৭-৯৮ মৌসুমে বাসার বি টিমের হয়ে মাঠে নামেন মরিনো। ১৯৯৪ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সার দলনেতা ছিলেন মরিনো।
রোমারিও এবং পেপ গার্দিওলা ছিলেন এই দলের সদস্য। ৪৩ বছর বয়সী মরিনো ঢাকায় রয়েছেন। তার স্ত্রী ইউনিসেফের কর্মকর্তা হিসাবে ঢাকায় কাজ করছেন। এই হিসাবে ঢাকায় অলস সময় কাটাচ্ছেন তিনি।
বাফুফের কাছে নিজেই বলেছেন কোচ হওয়ার বিষয়ে। মারিনো সিলেটে অবস্থিত বাফুফের একাডেমির কোচ হওয়ার দৌঁড়ে রয়েছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, এই বিষয়টি আমরা চূড়ান্ত করে গণমাধ্যমকে জানাবো। মারিনো বাফুফের সাথে যুক্ত হলে নতুন মাত্রা পেতে পারে বাংলাদেশের ফুটবল।
২ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর