শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০২:৩৭:১৮

মাশরাফি-মোস্তাফিজদের দায়িত্ব নিয়ে যা বললেন ওয়ালশ

মাশরাফি-মোস্তাফিজদের দায়িত্ব নিয়ে যা বললেন ওয়ালশ

স্পোর্টস ডেস্ক : সব ধরনের দ্বিধা-দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেটের অভিবাবক সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কোর্টনি ওয়ালসের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

তবে বিসিবির আগে ওয়ালসের চুক্তির বিষয়টি সবার সামনে নিয়ে আসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তারা সকালেই তাদের নিজস্ব ওয়েব সাইটে ওয়ালসের নতুন এ পথ চলার সংবাদটি আপলোড করেছিল। চুক্তিনুযায়ী আগামি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্ব পালন করবেন তিনি।

বাংলাদেশের দায়িত্ব নিয়ে দারুণ রোমাঞ্চিত ৫৩ বছর বয়সি ক্যারিবীয় কিংবদন্তি। আগামী সপ্তাহে তিনি ঢাকায় আসতে পারেন। ক্যারিবিয়ান এ পেসারকে কোচ হিসেবে পাওয়াকে বড় পাওয়া হিসেবে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

কোর্টনি ওয়ালশ বলেছেন, দূর থেকে কয়েক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করে বুঝেছি, দারুণ প্রতিভাবান সব ক্রিকেটার আছে ওখানে। চান্দিকা হাতুরুসিংহে প্রধান কোচ হিসেবে অসাধারণ কাজ করেছে, এখানে তিনি ইতিবাচক উন্নতি এনেছেন। আশা করি সেটা আমরা ধরে রাখতে পারবো। আশা করি, ওর স্কিলের সঙ্গে যোগ্য সঙ্গ দিয়ে উন্নতির ধারাটা ধরে রাখতে পারব আমি।

তিনি আরো বলেছেন, স্পেশালিস্ট বোলিং কোচ হিসেবে বিসিবিতে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। দলটার সাথে কাজ শুরু করতে আমি মুখিয়ে আছি।

ক্যারিবীয় কিংবদন্তি বলেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে নির্বাচক হিসেবে কাজটা আমি দারুণ উপভোগ করেছি। সুযোগটা দেওয়ার জন্য ওদেরকে ধন্যবাদ জানাই। অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ আমার ঘর। কিন্তু প্রতিভাবানদের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগটা হাতছাড়া করতে চাইনি।

২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে