স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ- অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ ফিকে হয়ে যায় বৃহস্পতিবার। তবে মোটেই থেমে নেই দুই দেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের তৎপরতা রয়েছে কিভাবে অসিদের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট আয়োজন করা যায় এই বিষয় নিয়ে।
তবে টাইগারদের ক্রিকেট নিয়ে এবার অস্ট্রেলিয়া যা উচ্চারণ করল তা আরও আপত্ত্বিকর! পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন বসছে না জমজমাট কোনো ক্রিকেট আসর । কয়েকদিন আগে কেবল জিম্বাবুয়ে পাকিস্তানের মাটিতে একটি সিরিজ খেলে।
বিদেশের স্টেডিয়ামে অন্যসব দ্বিপাক্ষীয় সিরিজ খেলছে পাকিস্তান। আরব আমিরাতকে হোম ভেন্যু হিসাবে বেছে নিয়েছে তারা। এবার অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান বাংলাদেশকে শুনাল এমনই এক বার্তা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড বলেছেন, আমরা প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যুতে (বাংলাদেশের বাহিরে অন্য দেশের স্টেডিয়াম) দ্বিপাক্ষীয় সিরিজ খেলব।
সাদারল্যাল্ড নিজ দেশে এক সংবাদ সম্মেলনে বলেন, দ্রুতই আমরা বিসিবির সাথে ফের সিরিজ আয়োজন নিয়ে কথা বলব।
পরে তিনি বলেন, এবার জটিলতা দেখা দিয়ে আমরা নিরপেক্ষ ভেন্যুর কথা বলব। প্রসঙ্গত, বাংলাদেশের ক্রিকেটে নতুন করে এসব বিষয় যোগ করে অসিরা! এর আগে কোনো দেশ বাংলাদেশ প্রসঙ্গে এই ধরনের কথা বলেনি।
২ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর