শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৩৮:৫১

পরের ম্যাচে খেলবেন কি মেসি?

পরের ম্যাচে খেলবেন কি মেসি?

স্পোর্টস ডেস্ক : অবসর ভেঙে আর্জেন্টিনার ফুটবল তারকা মেসি আবার জাতীয় দলে ফিরেছেন। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামেন তিনি। ফিরে প্রথম ম্যাচেই তার গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে পরের ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে খেলতে পারবেন কি তা তিনি নিজেই জানালেন।

লিওনেল মেসি বলেছেন, জানি না- ভেনিজুয়েলার বিপক্ষে খেলতে পারবো কি-না। কুঁচকিতে অনকে ব্যাথা করছে। কিন্তু আমি ম্যাচটি খেলতে চাই।

তিনি আরো বলেন, জাতীয় দলে ফিরতে পেরে আমি গর্বিত। তবে অবসর নিয়ে আমি কাউকে ধোঁকা দেইনি। আমি তখন (ফাইনালের হারের পর) খুবই বিপর্যস্ত ছিলাম। তবে পরে এটা নিয়ে চিন্তা করেছি। কোচ বাউজার সঙ্গে কথা বলেছি। কাছের মানুষ ও বন্ধুদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে ফেরার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।

বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার শতবর্ষী আসরে ফাইনালে চিলির বিপক্ষে হারের পর অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দেন আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি। অনেকেই মেসিকে ফেরার আহবান জানান। ম্যারাডোনাও তাকে ফেরার আহবান জানান। কিন্তু পরে খোঁচা দিতেও ভুল করেন নি।

টানা তিন বড় টুর্নামেন্টে ফাইনালের ব্যর্থতা ঢাকতেই মেসি অবসরের ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেন ম্যারাডোনা। মেসির এই ঘোষণাকে নাটক বলেও অভিহিত করেন তিনি। দোষ চাপা পড়লেই মেসি ফিরে আসবেন বলে ম্যারাডোনা ভবিষ্যতবাণী করেন। ম্যারাডোনার শেষ ভবিষ্যতবাণী সত্যি হয়েছে।
২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে