শনিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৩৭:২১

ইনি অস্ট্রেলিয়ার নতুন বোলিং কোচ

ইনি অস্ট্রেলিয়ার নতুন বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক : টেস্টের পর ওয়ানডেতে শ্রীলঙ্কা সফরটা ভালোই কাটছে অস্ট্রেলিয়ার। টেস্ট ব্যর্থতায় দল নিয়ে নতুন করে ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সামনের দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে এবার দলের জন্য নতুন বোলিং কোচ নিয়োগ করছে তারা। আর নতুন বোলিং কোচ হচ্ছেন সাবেক ডানহাতি ফাস্ট বোলার রায়ান হ্যারিস।

আপাতত দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য প্রধান কোচ ড্যারেন লেম্যান এবং সহকারী কোচ ডেভিড স্যাকারের সঙ্গে কোচিং স্টাফ হিসেবে দলে যোগ দিলেন তিনি। ২০১৫ সালেই অস্ট্রেলিয়া জাতীয় দল থেকে অবসরে যান হ্যারিস। এরপর অবশ্য সঙ্গে সঙ্গেই কোচিং পেশায় যুক্ত হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ‘এ’ দলের চার দলীয় সিরিজে পারফরম্যান্স স্কোয়াডের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া গেল বছর অনুর্ধ্ব-১৯ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশেরও কোচ ছিলেন তিনি।

নিয়োগ পাওয়ার পর রায়ান হ্যারিস বলেন,  ‘ড্যারেন লেম্যান এবং ডেভিড স্যাকারের কাছ থেকে শেখার জন্য এটা আমার জন্য দারুণ একটি সুযোগ। আমি শুধু তাদের সঙ্গে থাকবো, শিখবো এবং নিজের কাজ করবো।’

অস্ট্রেলিয়ার এক নম্বর বোলিং কোচ হওয়ার স্বপ্ন দেখেন হ্যারিসের। তিনি বলেন, ‘আসলে, আমি আমার নিজের গতিতেই কাজ করে যেতে যাই এবং একদিন অস্ট্রেলিয়ার পূর্ণকালীন বোলিং কোচ হতে যাই। অনেকটা খেলার মতো, আগে নিজে শিখতে হবে এরপরে দড়িতে পা রাখতে হবে।’

অস্ট্রেলিয়ার হয়ে ২৭ টেস্ট খেলে ১১৩ উইকেট নিয়েছেন হ্যারিস। এছাড়া ২১ ওয়ানডে খেলে নিয়েছেন ৪৪ উইকেট। ৩৫ বছর বয়স পর্যন্ত খেললেও ইনজুরির কারণে ক্যারিয়ারটা দীর্ঘ করতে পারেননি আর।

হ্যারিসের বোলিং কোচের দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত প্রধান কোচ লেহম্যান বলেন, ‘রায়ানকে বোর্ডের সাথে দেখে আমি উচ্ছ্বসিত। এটা অনেকটা পরপর জয়ের মতো ব্যাপার, একই সাথে রায়ান আর স্যাকারের সাথে কাজ করা। দুজনেই তরুনদের থেকে ভালো সাড়া পাবে। আমরা মাঠেও তাদের থেকে ভালো কিছুই আশা করি।’

জানিয়ে রাখা ভালো, সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া।
৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে