শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০৬:৫৯:১০

‘এটা কি পাকিস্তান, যে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হবে’

‘এটা কি পাকিস্তান, যে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হবে’

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সাথে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার জন্য গত মাসের শেষ সপ্তাহেই ঢাকায় পা রাখার কথা ছিলো টিম অস্ট্রেলিয়ার। তবে কথিত নিরাপত্তারহীনতার অভিযোগে তারা সিরিজটিই বাতিল ঘোষণা করে। তবে সিরিজ বাতিল ঘোষণা করলেও তারা নিরপক্ষ কোন ভেন্যুতে খেলার বিষয়ে আগ্রহী বলে জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড ।

তবে বিসিবির পক্ষ থেকে অস্ট্রেলিয়ার সেই প্রস্তাবকে অনানুষ্ঠানিকভাবে ‘না’ জানানো হয়েছে বলে একটি সূত্রের মাধ্যমে জানা যায়। বিসিবির পক্ষ থেকে ইতিপূর্বেই বলা হয়েছে, বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সব্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। তারপরও তারা সিরিজ বাতিল করায় বিসিবির হতাশ হওয়ার পাশাপাশি হতাশ হয়েছে এ দেশের ষোল কোটি মানুষ।

এদিকে, অস্ট্রেলিয়ার নিরপেক্ষ ভেন্যুতে ক্রিকেট খেলার প্রস্তাবের বিষয়ে টাইগার সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অস্ট্রেলিয়ার এই প্রস্তাবকে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার জন্য গভীর সড়যন্ত্র বলেও অ্যাখ্যা দিয়েছে। কেউ কেউ বলেছে, এটা কি পাকিস্তান, যে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হবে।
সূত্রঃ ক্রিকেট.কম.এইউ
২ অক্টোবর,  ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে