শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০৮:১৮:১০

বোমা হামলার পরও অস্ট্রেলিয়া যে সিরিজগুলো বাতিল করেনি

বোমা হামলার পরও অস্ট্রেলিয়া যে সিরিজগুলো বাতিল করেনি

জুবায়ের আল মাহমুদ রাসেল: কথিত নিরাপত্তহীনতার অযুহাতে টাইগারদের বিরুদ্ধে সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার তারা আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিলের ঘোষণা দেয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্তের ফলে বিসিবির কর্তা ব্যক্তিরা হতাশ হওয়ার পাশাপাশি হতাশ হয়েছে বাংলাদেশের ষোল কোটি মানুষ। অথচ তাদের ক্রিকেটে ইতিহাসে ভয়াবহ বোমা হামলার পরও সফর বাতিল না করে সিরিজ খেলার নজিরও রয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে বারবার কথিত নিরাপত্তাহীনতার কারণে সফর বাতিল করলেও ভয়াবহ বোমা বিস্ফোরণের পরও অস্ট্রেলিয়ার খেলা চালিয়ে যাওয়ারও দৃষ্টান্ত রয়েছে। ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনে ভয়াবহ বোমা বিস্ফোরণে (‘৭ /৭’ নামে পরিচিত) নিহত হয়েছিলেন ৫২ জন, আহত ৭০০। এত বড় ঘটনার পরও ১০ ও ১২ জুলাইয়ে লন্ডনে ঠিকই সিরিজের অবশিষ্ট দুটি ওয়ানডে খেলেছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এ ছাড়া ২০০৮-এর নভেম্বরে মুম্বাই আক্রমণের পর তাৎক্ষণিকভাবে সিরিজের অবশিষ্ট দুটি ওয়ানডে না খেলেই ভারত ছাড়লেও সপ্তাহখানেকের মধ্যে ফিরে এসেছিল তারা।
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে