রবিবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৪৬:৫৪

ওয়ার্নারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জয়

ওয়ার্নারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জয়

স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরির পথে ডেভিড ওয়ার্নার। ছবি: এএফপি।এর আগে দুটি ওয়ানডেতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন দিনেশ চান্ডিমাল। দুটিতেই জিতেছিল দল। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস চোটে থাকায় চান্ডিমাল আজও শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন।

কিন্তু এদিন আর জয়ের মুখ দেখেনি শ্রীলঙ্কা, হেরে গেল ৫ উইকেটে। অস্ট্রেলিয়াও তাই পাঁচ ওয়ানডের সিরিজ জিতে নিল ৪-১ ব্যবধানে।

ম্যাচ হারলেও শুরুটা কিন্তু ভালোই করেছিল স্বাগতিকেরা। ১৩ ওভারে বিনা উইকেটে তুলেছিল ৭২ রান। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ৪০.২ ওভারেই অলআউট শ্রীলঙ্কা।

দুই ওপেনার গুনাথিলাকা ও ডি সিলভার ৩৯ ও ৩৪ রানই ইনিংস-সর্বোচ্চ দুটি ইনিংস। অস্ট্রেলিয়ার ৬ বোলারের সবাই উইকেট পেয়েছেন। তবে বল হাতে সবচেয়ে সফল স্টার্ক, ৪০ রানে নিয়েছেন ৩ উইকেট।

ছোট লক্ষ্যটা অস্ট্রেলিয়ার জন্য আরও ছোট বানিয়ে দেন ডেভিড ওয়ার্নার। তাঁর ১০৬ রানের ইনিংসে ৭ ওভার হাতে রেখেই জিতে যায় অস্ট্রেলিয়া (১৯৯/৫)। ১২৬ বলে খেলা ওয়ার্নারের ইনিংসটিতে আছে ৯টি চার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ করেন বেইলি। ক্রিকইনফো।
৪ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে