স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের তারকা ক্রিকেটার ইনজামাম-উল-হক দীর্ঘদিন পর আবারো ক্রিকেট মাঠে ফিরেছেন। পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে সফল এই ব্যাটসম্যান জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আফগানিস্থান ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেয়েছেন। এক বিবৃতির মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে আফগানিস্থান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
চলতি মাসেই জিম্বাবুয়ে দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। এই সিরিজ দিয়েই আবারো ক্রিকেটে ফিরতে যাচ্ছেন পাকিস্তানের ব্যাটিং বস খ্যাত ইনজামাম।
এদিকে নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত সাবেক পাক অধিনায়ক বলেন, ‘আমি জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানেরআসন্ন সিরিজে প্রধান কোচের দায়িত্ব নিয়েছি। নিজেকে গর্বিত মনে করছি।’
এই দায়িত্ব নেওয়া প্রসঙ্গে ইনজামাম জানান, তিনি আসলে আফগানিস্থানকে সাহায্য করতে চেয়েছেন।
বললেন, ‘আফগান ক্রিকেট বোর্ডআমাকে প্রায় দুই বছর থেকে তাদের প্রধান কোচের পদ নেওয়ার জন্য প্রস্তাব করেআসছিল। আফগানদের আসন্ন জিম্বাবুয়ে সিরিজেসাহায্য করতে রাজি কী না,জিজ্ঞেস করলে আমি ফেলতে পারিনি; রাজি হয়ে গিয়েছি।’
প্রসঙ্গত, ইনজামাম-উল-হক পাকিস্তানের হয়ে মোট ৩৭৮টি ওয়ানডে, ১২০টি টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ