সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:০৪:৩৩

আইসিসি ওয়ানডে র‌্যাংকিং প্রকাশ: একে অস্ট্রেলিয়া, সাতে বাংলাদেশ

আইসিসি ওয়ানডে র‌্যাংকিং প্রকাশ: একে অস্ট্রেলিয়া, সাতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আইসিসির নতুন ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। শ্রীলংকার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের মধ্য দিয়ে র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করলো দলটি।
 
এছাড়া পাকিস্তানের বিপক্ষে একই ব্যবধানের জয়ে ইংল্যান্ডের অবস্থানও সুসংহত হয়েছে। রোববার প্রকাশিত আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে উভয় দলই রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছে।
 
র‌্যাংকিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়ার পয়েন্ট ১২৪। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের সংগ্রহ ১১৩।
 
এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজে জয়ী হয়ে এক পয়েন্ট সংগ্রহ করায় ইংল্যান্ডের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৭। তালিকায় দলটির অবস্থান পঞ্চম। এছাড়া অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে শ্রীলংকা টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে।
 
আর স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কোনমতে হোয়াইট ওয়াশ এড়ানো পাকিস্তানের সংগ্রহ ৮৬। তালিকার নবমে গিয়ে ঠেকেছে দলটির অবস্থান।
 
পয়েন্ট তালিকায় ভারত ও দক্ষিণ আফ্রিকার সমান পয়েন্ট নিয়ে (১১০) যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে। আর ৯৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। ৯৪ পয়েন্ট নিয়ে ওয়েস্টইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে।

শীর্ষ ১২ দলের প্রকাশিত তালিকায় ৪৯ পয়েন্ট নিয়ে আফগানিস্তান দশম স্থানে, ৪৬ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে একাদশ ও ৪৩ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড দ্বাদশ স্থানে যায়গা করে নিয়েছে।
৫ সেপ্টেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে