সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:০৬:৪৬

চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে আইসিসির বাড়াবাড়ি!

চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে আইসিসির বাড়াবাড়ি!

স্পোর্টস ডেস্ক: অস্টেলিয়া-ইংল্যান্ড আর ভারত বর্তমান ক্রিকেটের ‘তিন মোড়ল’। ক্রিকেট নিয়ে আধিপত্যের শেষ নেই তাদের মাঝে। যার ধারাবাহিকতায় এ বছর টি-টোয়েন্টির ছোট সংস্করণ বিশ্ব টি-টোয়েন্টির আয়োজক হয়েছিল ভারত। আর পরের বছরের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ইংল্যান্ড।

ভারত ছোট সংস্করণটি কম বাজেটের হলেও পরের আসরে তাদের (আইসিসি) খরচ চোখে পড়ার মতো।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাই ক্রিকইনফোর কাছে বিসিসিআইয়ের এক কর্তা দাবি করেছেন চ্যাম্পিয়নস ট্রফির খরচের পরিমাণ এ বছরের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির তুলনায় তিন গুণ বেশি! অনুসন্ধান চালানোর পর বিসিসিআই-এর ওই কর্তার বক্তব্য, ‘খরচে অনেক বেশি পার্থক্য রয়েছে। আমরা চ্যাম্পিয়নস ট্রফির জন্য বরাদ্দকৃত টাকার পরিমাণ সম্পর্কে জানার চেষ্টা করেছি। যেটা আমাদের আয়োজনের চেয়ে তিন গুণের বেশি।’

প্রশ্ন তোলার কারণও আছে। ২৭ দিনের বিশ্ব টি-টোয়েন্টি ভারতের ৭টি শহরে আয়োজন করেছিল বিসিসিআই। যেখানে ছেলে-মেয়েসহ মোট ম্যাচ হয়েছিল ৫৮টি। উল্টো দিকে ৩টি ভেন্যুতে ১৫ ম্যাচ খেলা হবে চ্যাম্পিয়নস ট্রফিতে। শুধু তাই নয়, বিপত্তি বেঁধেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের বাড়তি কিছু খরচেও। তারা টুর্নামেন্টের স্থানীয় সংগঠকদের জন্য আলাদাভাবে অফিস ভাড়া নেওয়ারও চিন্তা করছে। তাই বিষয়গুলোতে স্বজনপ্রীতির গন্ধই পাচ্ছে ভারত! ওই কর্তার তাই প্রশ্ন, ‘আমাদের সময় তারা অডিট করে। বলে এটা কমাও, ওটা করো না। তাহলে বাকিদের বেলাতেও এমনটি হচ্ছে না কেন?’
৫ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে