সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৪৯:৪৩

বার্সার উদ্যোগকে স্বাগত জানালেন মেসি

বার্সার উদ্যোগকে স্বাগত জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক: চাষার ছেলে চাষা হবে, আর ডাক্তারের ছেলে ডাক্তার। এটাই সমাজের রীতিতে পরিণত হয়েছে। শুধুই রীতি নয় সবার ধারণা ঠিক এমনটাই। কিন্তু যুগ বদলেছে। এখন আর সচেতন বাবা-মা সন্তানদের কাছ থেকে তেমনটা আশা করেন না। সন্তানের আগ্রহ অনুযায়ী তার ক্যারিয়ার গড়তে দেন।

ফুটবল তারকা লিওনেল মেসির ক্ষেত্রে ঠিক তেমনটাই ঘটলো। নিজের ফুটবল জগতের নম্বর ওয়ান খেলোয়াড় হলেও সন্তান থিয়াগোর ব্যাপারে বেশ সচেতন। তার ছেলে ফুটবল ভালোবাসে না। তাতে তার কিছু আসে যায় না।

তবে বাবার হাত ধরে বেশ কয়েক বারই মাঠে গেছে থিয়াগো। মায়ের সঙ্গে তো গ্যালারিতে তাকে অনেক বার দেখা গেছে। কিন্তু আর্জেন্টাইন টিভি চ্যানেল টেলেফেকে মেসি জানাচ্ছেন, ফুটবল খুব একটা টানে না বড় ছেলেকে, ‘আমি ওকে খুব বেশি বল কিনে দেইনি, অন্যদের সঙ্গে খেলতেও খুব একটা জোরাজুরি করিনি। আসলে সে ফুটবল অতটা ভালোবাসে না।’

তবে বার্সার খেলোয়াড়দের শিশুসন্তানদের জন্য খুব শিগগির ক্লাব কর্তৃপক্ষ একটা উদ্যোগ শুরু করেছে। ছেলের ফুটবলপ্রীতি জাগিয়ে তুলতে এখন সেদিকেই তাকিয়ে আছেন মেসি, ‘এই উদ্যোগটা তো ভালোই মনে হচ্ছে, দেখা যাক কী হয়।’

বড় হলে আগ্রহের জায়গাটা বদলে যেতেও পারে। অবশ্য বিখ্যাত বাবার সন্তানরা খুব কমই পদাঙ্ক অনুসরণ করতে পেরেছে। পেলের ছেলেও যেমন খুব একটা নাম করতে পারেননি। ডিয়েগো ম্যারাডোনার ছেলেও নয়। তবে কেউ পারেনি জন্য কেউ পারবে না, তাও তো নয়।
এখনো সময় আছে। থিয়াগোর আগ্রহ বদলাতেও পারে। আর তা ছাড়া মেসির তো আরও একটা পুত্র সন্তান আছে। মাতেও অবশ্য এখনো ঠিকমতো হাঁটাই শেখেনি।
৫ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে