মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৫৫:৪৭

প্রথমদিনেই মন জয় করলেন ওয়ালস

প্রথমদিনেই মন জয় করলেন ওয়ালস

স্পোর্টস ডেস্ক : ঢাকায় আসেন ক্যারিবীয় কোর্টনি ওয়ালস। মাশরাফিদের আদর্শ তিনি। ওয়ালসের খেলোয়াড়ি জীবনই এর কারণ। ঢাকায় এসে মাঠ সরগরম করলেন তিনি। মাঠে দেখা হলো টাইগারদের সাথে। প্রথমদিনেই মন জয় করলেন ওয়ালস

একই সাথে বোরবার আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন গণমাধ্যমের সাথে। জানিয়েছেন নিজের ইচ্ছার কথা, বাংলাদেশের পেসারদের নিয়ে নিজের পরিকল্পনার কথা। আর সেটা শুরু হয়ে গেলো সোমবার থেকেই। এদিন বাংলাদেশের পেসারদের সাথে প্রথমদিনের কাজ করেছেন কোর্টনি ওয়ালশ।
 
তবে প্রথমদিনটা কাজের না বলে পরিচয় পর্বের বললেই ঠিক হবে। এদিন বাংলাদেশের ক্রিকেটারদের সাথে পরিচয় পর্বটা সেরে নিয়েছেন উইন্ডিজ এই গতি দানব। কাজ একেবারেই কম করেছেন। সোমবার হাতেগুনে কয়েক জনের সাথে কাজ করেছেন তিনি।

জ্যামাইকা তালাওয়াসে কাজ করার সুবাদে সাকিবের সাথে আগে থেকেই তার ঘনিষ্টতা। ছবি: বিসিবি

সেই তালিকায় আছেন পেসার রুবেল হোসেন, আল আমিন হোসেন ও জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা ডানহাতি পেসার কামরুল ইসলাম রাব্বি। আল আমিন হোসেনকে বুঝিয়ে দিচ্ছিলেন ইয়র্কার ছাড়ার সময় কিভাবে গ্রিপ ধরতে হয়। রুবেল হোসেনকেও দেখিয়েছেন গ্রিপের কাজ। আর রাব্বির রান আপসহ ইয়র্কার ডেলিভারি করিয়ে প্রাথমিক ধারণা দিয়েছেন।

সোমবার শুধু ক্রিকেটারদের সাথেই নয় ক্রিকেট বোর্ডের অনেকের সাথেই পরিচয় হয়েছে কোর্টনি ওয়ালশের। পেস বোলিং কোচের সাথে পরিচিত হতে অনুশীলনে এসেছিলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এছাড়া প্রতিটা ক্রিকেটারের সাথে আলাদা আলাদাভাবে পরিচিতি হয়েছেন তিনি।
 
হিথ স্ট্রিক চলে যাওয়ার পর থেকেই বাংলাদেশের পেস বোলিংয়ের তালিকায় অনেকের নাম শোনা যাচ্ছিলো। শেষের দিকে এসে কোর্টনি ওয়ালসের সাথে কার্টলি অ্যামব্রোস ও অ্যালান ডোনাল্ডের নামও শোনা গিয়েছিলো। কিন্তু সব জ্বল্পনা কল্পনা শেষে ১ সেপ্টেম্বর বাংলাদেশ দলের পেস বোলিং হিসেবে কোর্টনি ওয়ালশের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগস্ট ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে