মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ১০:১৭:৩৫

রেহাই পেলেন ধোনি

রেহাই পেলেন ধোনি

স্পোর্টস ডেস্ক : ধর্মীও অনুভূতিতে আঘাতের মামলা থেকে রেহাই পেয়েছেন ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। একটি ম্যাগাজিনের কাভার পেজে শ্রী কৃষ্ণের অবয়বে ব্যবহার করা হয়েছিল ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছবি। পরে ধোনির বিরুদ্ধে মামলা করা হয়।

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এই মর্মে ধোনির বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ২৯৫ নম্বর ধারা ও ৩৪ নম্বর ধারায় মামলা দায়ের করেন এক সমাজকর্মী।

তবে, সোমবার সেই মামলা থেকে রেহাই পেলেন সীমিত ওভারের ক্রিকেটে ভারতের এই অধিনায়ক। ধর্মীয় বিশ্বাসের উপরে আঘাতের অভিযোগ এনে ধোনির বিরুদ্ধে সমন জারি করেছিল কর্নাটকের এক আদালত। তবে, সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগইয়ের বেঞ্চ কর্নাটক হাইকোর্টের সেই নির্দেশকে খারিজ করে দেয়।

এর আগে গত বছরের ১৪ সেপ্টেম্বর, কর্নাটকের আদালত ধোনির বিরুদ্ধে ফৌজদারি মামলা জারি করে সমন পাঠায়। অভিযোগ, সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন ধোনি।

আর ‘ক্যাপ্টেন কুল’-এর সেই ছবি সামনে আসার পর বিতর্ক দানা বাঁধে। সেই সময়ই ফৌজদারি মামলায় স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত।
৬ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে