মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৩৩:০১

যে বোলারের বোলিং আতঙ্কে এখনও দুঃস্বপ্ন দেখেন রিকি পন্টিং

যে বোলারের বোলিং আতঙ্কে এখনও দুঃস্বপ্ন দেখেন রিকি পন্টিং

স্পোর্টস ডেস্ক: অস্ট্রিলিয়ার ক্রিকেট দলের সাবেক মারকুটে ব্যাটসম্যান রিকি পন্টিং এখনও নাকি দুঃস্বপ্ন দেখেন। কাকে নিয়ে জানেন! এত বছরের ক্যারিয়ারে এত গৌরবময় মুহূর্ত। দেশকে এত কিছু দিয়েছেন।

তাঁর নেতৃত্বে দু’বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু পন্টিং সেসব মনে করতে গেলেই ভেসে ওঠে একটাই নাম। হরভজন সিং। এক সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন সাবেক অসি অধিনায়ক পন্টিং।

টেস্ট ও ওয়ানডে ক্যারিয়ারে রিকি পন্টিংয়ের সামনে ছিল একমাত্র শচীন ঢেন্ডুলকার। বিশেষজ্ঞরা মনে করতেন, পন্টিং যে কোনও দিন ছুঁয়ে ফেলবেন মাস্টার ব্লাস্টারকে।

আজ এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, ভারতের বিরুদ্ধে খেলতে নামলে আমার প্রতিদ্বন্দ্বী ছিল একমাত্র হরভজন সিং। তার বোলিং আতঙ্কে আমি এখনও দুঃস্বপ্ন দেখি।

ক্যারিয়ারে ভারতীয় বোলারদের মধ্যে হরভজন সিংয়ের কাছে সবচেয়ে বেশিবার আউট হয়েছেন পন্টিং। ভাজ্জি ১০বার আউট করেছেন পান্টারকে।

ভারতের বিরুদ্ধে তাঁর ব্যাটিং গড় ছিল ৫১.৮৫। সেখান থেকে নেমে দাঁড়ায় ২২.৩০। ভাজ্জি টেস্ট ক্যারিয়ারের ৩০০তম উইকেটটাও ছিলেন পন্টিং।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন রিকি পন্টিং। মুম্বইয়ে জন্টি রোডস, জন রাইটের সঙ্গে মেন্টরের কাজও করেছেন পন্টিং। সেই টিমে খেলেন ভাজ্জিও।

পরবর্তীকালে তাই ভাজ্জির সঙ্গে বেশ ঘনিষ্ঠতাও হয়েছে পন্টিংয়ে। তবে নিজের ক্যারিয়ারের কথা ভাবতে গেলে আজও তিনি ভাজ্জিকে নিয়ে দুঃস্বপ্ন দেখেন, তা স্বীকার করে নিলেন পন্টিং।           
৬ সেপ্টেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে