শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ০৩:২০:১১

খেলা শেষে পরাজয়ের কারণগুলো বললেন ধোনি

খেলা শেষে পরাজয়ের কারণগুলো বললেন ধোনি

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ইনিংসের ১৬ তম ওভার। ব্যাট করছেন ডুমিনি। ওভারের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলের তিনটেই বিশাল ছক্কা। কার্যত ওই ওভারেই ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে যায় বলে স্বীকার করলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে ধোনি জানালেন, ‘গোটা দল ভালই খেলেছে। কিন্তু মাঝের চার–পাঁচটা ওভারই ম্যাচের রাশ আলগা করে দিল। বিশেষত অক্ষরের ১৬তম ওভারে ২২ রান দেওয়াটাই কাল হয়ে যায়।’ তবে এ জন্য অক্ষরকে দোষী সাব্যস্ত করতে রাজি নন ভারত অধিনায়ক।

তার বক্তব্য, ‘অক্ষরকে কোনওমতেই বাজে বোলার বলা যায় না। কিন্তু একেকদিন এরকম হতেই পারে। কখন ম্যাচের রাশ ঘুরে যায়, কেউ জানে না।’ তবে কি ২০০ রানের লক্ষ্যমাত্রাটাই কম ছিল? আরও বেশি রান করা উচিত ছিল ভারতের? ধোনি কিন্তু এই যুক্তি মানতে নারাজ। তার জবাব, ‘টি ২০–তে জেতার জন্য এই রান যথেষ্ট। এবার হল না। পরের বার ভেবে দেখব কোথায় ভুল হল।’

পাশাপাশি, ম্যাচ হারার জন্য আম্পায়ারদেরও দায়ী করেন ভারতীয় অধিনায়ক। সাফ জানান, ‘কিছু কিছু সিদ্ধান্ত আমাদের পক্ষে যায়নি। এগুলোই ম্যাচের রঙ পরিবর্তন করে দেয়।’ দক্ষিণ আফ্রিকাকে একার হাতে যিনি জেতালেন, সেই ডুমিনিও মেনে নিলেন, ১৬তম ওভারই ম্যাচের ‘টার্নিং পয়েন্ট’।

ধোনি বলেন, ‘প্রথম থেকেই আমরা ভারতকে চাপে রাখার চেষ্টা করেছিলাম। সেটা পেরেছি। তবে মানতে দ্বিধা নেই, অক্ষরের ওভারটাই দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিল।’ ম্যাচ জেতানো ইনিংস এর আগেও খেলেছেন ডুমিনি। তবে তিনি স্বীকার করলেন, এই ম্যাচটাই তঁার জীবনের সেরা টি ২০ ইনিংস।

৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে