শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ০৪:৪৩:৪৭

আদালতের রায়ে মহাবিপদে নেইমার

আদালতের রায়ে মহাবিপদে নেইমার

স্পোর্টস ডেস্ক : নেইমারকে নিয়ে বিতর্কের আগুনে ফের নতুন করে ঘি ঢাললো আদালত। বার্সালোনার এই তারকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলো ব্রাজিলের বিনিয়োগকারী‍ সংস্থা টেইসা। তাদের দাবি, নেইমারের যাবতীয় হস্তান্তরের ক্ষেত্রে ৫ ভাগ তাদের পাওনা। কিন্তু ২০১৩ সালে স্যান্টোস থেকে নেইমারকে কেনার সময় তার ‘ট্রান্সফার ফি’ প্রকাশ করেনি বার্সালোনা। ফলে টেইসা কোনও অর্থ পায়নি।

এই নিয়ে ব্রাজিলের এক আদালতে আবেদন করলে বিচারক গিলসন ফেরেরা টেইসাকে নির্দেশ দেন, হস্তান্তর সম্পর্কিত সমস্ত কাগজপত্র পরীক্ষা করে দেখার জন্য। ফলে আরও একবার চাপে পড়লেন ব্রাজিলের এই তারকা। সম্প্রতি, কর না দেওয়ায় নেইমারের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর এই নতুন মামলায় নেইমারের বিপদ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে। তবে যাকে নিয়ে এত শোরগোল, তিনি কিন্তু নিশ্চিন্ত।

ব্রাজিলের এক সংবাদপত্রে সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, মেসির পাশে খেলতে পেরে তিনি গর্বিত। ভবিষ্যতে তাকে দেখেই তিনি শিখতে চান। ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। তাই ওকে দেখেই আমি শিখতে চাই এবং ভবিষ্যতে বিশ্বের সেরা ফুটবলার হতে চাই।’ এর সঙ্গেই তিনি জানান, আগামী দিনে ব্যালন ডি’ওর জেতার স্বপ্নও রয়েছে তার।

‘এবারে ব্যালন ডি’ওর কে পাবে তা ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে। আমি জানি মেসিই এই খেতাব পাওয়ার যোগ্য। কিন্তু ওর থেকে শিখেই আমি ভবিষ্যতে এই খেতাব জিততে চাই।’ এদিকে, জাতীয় দলে নেইমারের নির্বাসন নিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি মার্কো পোলো ডেল নিরো–র উদ্দেশে তোপ দাগলেন সাবেক ব্রাজিলীয় তারকা রোমারিও।

তার দাবি, নেইমারের শাস্তি আটকাতে কিছুই করেননি নিরো। কোপা আমেরিকায় চিলির বিরুদ্ধে মারপিটে জড়িয়ে পড়ার কারণে চার ম্যাচ নির্বাসিত হন নেইমার। রোমারিও’র অভিযোগ, ফিফা দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার ভয়ে চিলিতে উপস্থিত ছিলেন না নিরো। তিনি থাকলে হয়ত নেইমারের শাস্তি কিছুটা কমতে পারত।

৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে