বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৩৩:৫৭

বাশারদের জয়ের উল্লাসে মাতলেন মাশরাফি-সাকিবও

বাশারদের জয়ের উল্লাসে মাতলেন মাশরাফি-সাকিবও

স্পোর্টস ডেস্ক: শেষ হলো মাস্টার্স ক্রিকেট কার্নিভালের আসর। বুধবার ফাইনাল ম্যাচটি বৃষ্টির বাধায় ২৫ ওভার থেকে ১৮ ওভারে নামিয়ে আনা হয়। আর তাতে এক্সপো অলস্টার্স মাস্টার্সকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হাবিবুল বাশারের জেমকন খুলনা মাস্টার্স।

ম্যাচটি বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

এদিন জয়ের পর দৌড়ে মাঠে ঢুকলেন জেমকন খুলনা মাস্টার্সের সকল খেলোয়াড়। আর তাদের সঙ্গে আরো দুইজন যোগ হলেন। যারা আদতে এ টুর্নামেন্টেই ছিলেন না। কিন্তু না থেকেও মধ্যমণি এ দুইজনই। আর তারা হলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও দেশ সেরা নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান।
বড় কথা হচ্ছে বাংলাদেশ দলের সীমিত ওভারের অধিনায়ক এবং সহঅধিনায়ক এ বিভাগেরই (খুলনা) সন্তান। তাই খুশিটা চাপিয়ে রাখতে পারেননি এ দুই তারকা। যোগ দেন অগ্রজদের জয়ের উল্লাসে।

এদিন হাবিবুল বাশারের দারুণ ব্যাটিংয়ে জয় পায় খুলনা। মাশরাফি যখন জাতীয় দলে ঢোকেন তখন বাশার দলের মূল ব্যাটিং স্তম্ভ। আর সাকিব যখন জাতীয় দলে প্রবেশ করেন তখন সে দলের অধিনায়ক বাশার। তার চেয়েও বড় কথা, মাশরাফি-সাকিবের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় হাবিবুল বাশারের নেতৃত্বেই।
৭ সেপ্টেম্ববর, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে