বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৫৭:০৭

‘দ্বি-স্তরের টেস্ট না হওয়াটা বাংলাদেশের জন্য সুখবর’

‘দ্বি-স্তরের টেস্ট না হওয়াটা বাংলাদেশের জন্য সুখবর’

স্পোর্টস ডেস্ক: দ্বি-স্তরের টেস্ট না হওয়াটা বাংলাদেশের জন্য সুখবর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির প্রধান নির্বাহী কমিটির (সিইসি) সভায় টেস্ট ক্রিকেটের দ্বি-স্তর ভাবনা বাদ দেওয়ার পরক্ষণে তিনি এ মন্তব্য করেন।

মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘দ্বি-স্তরের টেস্ট ভাবনা থেকে আইসিসির সরে আসাটা বাংলাদেশের জন্য সুখবর। শুরু থেকেই আমরা এর প্রতিবাদ করে আসছিলাম। শ্রীলঙ্কাও এর বিপক্ষে ছিলো। পরবর্তীতে ভারতও এর বিরোধিতা করায় এর বিরুদ্ধে অবস্থানটা আরও শক্তিশালী হয়। যখনই ভারত বিরোধিতা করতে শুরু করেছে তখনই আমি মনে করেছি এটি বাস্তবায়ন হবে না।

দুই স্তরের টেস্ট ক্রিকেটে বলা হয়েছিলো, প্রমোশন ও রেলিগেশনের ভিত্তিতে দুইটি স্তরে মোট ১২টি দল খেলবে। প্রথম স্তরে থাকবে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা সাতে থাকা দলগুলো। আর র‌্যাঙ্কিংয়ে শেষ তিনটি দল ও আইসিসি সহযোগী দেশগুলোর মধ্যে থেকে সেরা দুইটি দল দ্বিতীয় স্তরে খেলবে। সেক্ষেত্রে দ্বিতীয় স্তরে সহযোগী দেশগুলোর মধ্যে এগিয়ে ছিলো আয়ারল্যান্ড ও আফগানিস্তান।
৭ সেপ্টেম্ববর, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে