বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:১২:২০

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি এক ভারতীয় তারকা খেলোয়াড়, তারপর...

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি এক ভারতীয় তারকা খেলোয়াড়, তারপর...

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠে চোট পাওয়াটা এ আর নতুন কি! মাঠেই ব্যাট কিংবা বলের আঘাতে মৃত্যু হয়েছে এমন ঘটনা ঘটেছে বহুবার।

তবে এবার চোট পেয়ে ভারতের অফ স্পিনার প্রজ্ঞান ওঝা তার ভক্তদের চিন্তা বাড়িয়ে দিয়েছিলেন বেশ কয়েকগুণ। উসকে দিয়েছিলেন রমন লাম্বা, বাংলার অঙ্কিত কেশরীর স্মৃতি। বাংলাদেশের মাটিতে খেলতে গিয়ে রমন লাম্বা প্রাণ হারিয়েছিলেন। বাংলার ছেলে অঙ্কিত কেশরী ফিল্ডিং করার সময় চোট পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। ভাগ্য ভাল বলতে হবে প্রজ্ঞান ওঝার। রমন লাম্বা, অঙ্কিত কেশরীর স্মৃতি ফিরিয়েও খারাপ কিছু ঘটেনি তাঁর সঙ্গে।

দলীপ ট্রফিতে খেলা চলছিল ইন্ডিয়া ব্লু বনাম ইন্ডিয়া গ্রিনের। মিড অন-এ ফিল্ডিং করছিলেন প্রজ্ঞান। এমন সময়ে বলের বাউন্স বুঝতে না-পেরে মাথায় চোট পান প্রজ্ঞান। খেলার তখন ৬৩ ওভার চলছে। শ্রেয়স গোপাল পঙ্কজ সিংহকে সবেমাত্র প্রথম বলটি করেছেন। পঙ্কজ সজোরে মারেন। মিড অনে ফিল্ডিং করছিলেন প্রজ্ঞান। হাঁটু মুড়ে বসে বলটা ধরতে গিয়েছিলেন প্রজ্ঞান। কিন্তু বলটা হঠাৎই লাফিয়ে ওঠায় মাথায় আঘাত পান ভারতের হয়ে খেলা এই স্পিনার। চোট এতটাই যে প্রজ্ঞান আর উঠে দাঁড়াতে পারেননি। ছুটে আসেন সতীর্থরা। দলের ফিজিও পৌঁছে যান অকুস্থলে। তিনিই পরিস্থিতি বিচার করে প্রজ্ঞানকে হাসপাতালে পাঠান। শেষপর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ওঝা এখন ভাল আছেন। তিনি মানুষজনকে চিনতেও পারছেন। অর্থাৎ শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থই আছেন প্রজ্ঞান।-এবেলা
৭ সেপ্টেম্ববর, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে