বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৩৫:৩২

বিজ্ঞাপনে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি টাকা নেন যে ভারতীয় ক্রিকেটাররা

বিজ্ঞাপনে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি টাকা নেন যে ভারতীয় ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: ভারতের খেলার জগতে ক্রিকেটই যে অবিসংবাদী রাজত্ব চালাচ্ছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। বিগত কয়েক দশকে যেমন বেড়েছে ক্রিকেট ব্যক্তিত্বদের জনপ্রিয়তা, তেমনই পাল্লা দিয়ে বেড়েছে তাঁদের রোজগারও। ক্রিকেটারদের জনপ্রিয়তাকে কাজে লাগাতে তাঁদের ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সংস্থার প্রচার ও বিজ্ঞাপনের কাজেও। মাঠের বাইরে বিজ্ঞাপনের জগৎ থেকেও ক্রিকেটারদের রোজগারের অঙ্কটা বেশ মোটা। কে কীরকম রোজগার করেন? আসুন, জেনে নিই।

এম এস ধোনি: বিজ্ঞাপনী প্রচার প্রতি ১২ কোটি টাকা করে নেন এম এস ধোনি। দিনে দিনে ক্রিকেটার হিসেবে খ্যাতি তাঁর যত বেড়েছে, তেমনই বেড়েছে তাঁর বিজ্ঞাপন পিছু পারিশ্রমিক।

বিরাট কোহালি: কোহালি এখন ভারতীয় দলের সেরা ব্যাটসম্যান। তাই বিজ্ঞানপিছু তাঁর পারিশ্রমিকও বেশ চড়া। ১০ কোটি টাকা তিনি নেন বিজ্ঞাপন পিছু। পারিশ্রমিকে তিনি ধোনির চেয়ে একটু পিছিয়ে থাকলেও বর্তমানে ১৫টি নামজাদা প্রোডাক্টকে এনডোর্স করছেন তিনি। ফলে মোট রোজগারে তিনি ছাড়িয়ে যাচ্ছেন ধোনিকে।

সচিন তেন্ডুলকর: সচিন ক্রিকেট থেকে অবসর নিলেও বিজ্ঞাপনী প্রচার তিনি এখনও চালিয়ে যাচ্ছেন। পারিশ্রমিকও তিনি কিছু কম নেন না। বিজ্ঞাপন পিছু ৬ থেকে ৭ কোটি টাকা নেন।

রবিচন্দ্রন অশ্বিন: ব্যাটসম্যানরাই বিজ্ঞাপনদাতাদের চিরকালীন পছন্দ। তবে অলরাউন্ডার হিসেবে অশ্বিনও এখন বেশ নির্ভরযোগ্য হয়ে উঠেছেন। তাই বেড়েছে তাঁর বিজ্ঞাপনী চাহিদাও। এখন বিজ্ঞাপনী প্রচার পিছু ১.২৫ কোটি থেকে ১.৭৫ কোটি টাকা নিয়ে থাকা।-এবেলা
৭ সেপ্টেম্ববর, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে