বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ১০:২৮:৩০

মেসি ছাড়া গতি নেই আর্জেন্টিনার

মেসি ছাড়া গতি নেই আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বে আলোচিত এক নাম আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। অনেকের ধারণা মেসি ক্লাব বার্সায় যতটা কার্যকরী ঘরের মাঠে ততটা চুপসে। অর্থাৎ তার পারফরম্যান্সের পাল্লাটা ক্লাবের দিকেই ভারি বেশি।

তবে আর যে যাই বলুক না কেন মেসি যে তার দেশের জন্য কতটা প্রয়োজনীয় সেটা আরেকবার টের পেল আর্জেন্টিনা ফুটবল দল। এ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে মাত্র তিনটি ম্যাচ খেলতে পেরেছেন মেসি। এই তিন ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। পেয়েছে ৯ পয়েন্ট। আর মেসি খেলেননি এমন বাকি ৫ ম্যাচ থেকে কুড়িয়েছে মাত্র ৬ পয়েন্ট। এই পাঁচ ম্যাচের একটিতে আর্জেন্টিনা হেরেছে, একটি জিতেছে। বাকি তিনটি ড্র।

আজকের ম্যাচেও খাদের কিনারা থেকে রক্ষা পেয়েছে আর্জেন্টিনা। বাছাইপর্বে সাত ম্যাচের ছয়টিতেই হারা ভেনেজুয়েলা প্রথম জয়টা দেখতেই পাচ্ছিল। ২–০ গোলে এগিয়ে যাওয়ার পরও ড্র।

শুধু আজকের ম্যাচ বলে নয়; মেসি নাই মানে কোন রকম হারতে হারতে ম্যাচ জেতা। এই যে সফরকারী ইকুয়েডরের কাছে নিজেদের মাঠে ২–০ গোলে হেরেছে মেসি বিহীন আর্জেন্টিনা। প্যারাগুয়ের মাঠে গিয়ে গোলশূন্য ড্র। ব্রাজিলের বিপক্ষে নিজেদের মাটিতে ১–১ ড্র। কলম্বিয়ার বিপক্ষে ১–০ গোলের কষ্টার্জিত জয়। এবার ভেনেজুয়েলার সঙ্গে ২–২ ড্র। এই পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট হারিয়েছে তারা। এই সময় গোল হজম করেছে ৫টি, দিয়েছে ৪টি।

তাই সত্যিই বলা যা মেসিই আর্জেন্টিনার প্রাণ শক্তি।
৭ সেপ্টেম্ববর, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে