বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:০০:১১

টি-২০ তে ইংল্যান্ডকে পাত্তাই দিলো না পাকিস্তান

টি-২০ তে ইংল্যান্ডকে পাত্তাই দিলো না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে যারা একের পর এক গো-হারা হেরেছে, সেই পাকিস্তান সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ডকে পাত্তা না দিয়েই। স্বাগতিকদের ১৩৫ রানে আটকে রেখে ১৫ ওভারের আগেই ম্যাচ জিতেছে ৯ উইকেট হাতে রেখে।

যার ফলে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদের অভিষেকটা দারুণই হলো। ওল্ড ট্রাফোর্ডে বুধবার টস জিতে আগে ব্যাট করতে নামে ইয়ন মরগানের দল। উদ্বোধনী জুটিতে ৫৬ রান তুললেও এরপরই ছন্দ হারায় স্বাগতিক ব্যাটিং লাইন। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১৩৫ রানে। পেসার ওয়াহাব রিয়াজ মাত্র ১৮ রানে ৩ উইকেট নেন।

১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমেই চার-ছক্কা দিয়ে করে দুই পাকিস্তানি ওপেনার। পাওয়ার প্লের ৬ ওভারে ৭৩ রান তুলে গড়ে দলীয় নতুন রেকর্ড। ৩৬ বলে ৫৯ রান করে সার্জিল খান যখন আদিল রশিদের শিকারে পরিণত হন, ততক্ষণে ম্যাচের ভাগ্য লেখা হয়ে গেছে। এরপর হাফ সেঞ্চুরি করেন অন্য ওপেনার খালিদ লতিফও। ৪২ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন খালিদ। ওয়ান ডাউনে নামা বাবর আজম করেন ১১ বলে ১৫ রান। ১৫তম ওভারের পঞ্চম বলে প্লাঙ্কেটকে চার মেরে ম্যাচ শেষ করেন তিনি।

৮ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে