শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৩৮:৫৪

চুক্তি শেষ হতে যাচ্ছে, মেসির নতুন চুক্তিতে আসছে চমক

চুক্তি শেষ হতে যাচ্ছে, মেসির নতুন চুক্তিতে আসছে চমক

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় লিওনেল মেসির চুক্তি শেষ হতে যাচ্ছে, এই ক্লাবের সাথে তার নতুন চুক্তিতে আসছে চমক। আর্জেন্টাইন আইকনের ওপরই নির্ভর করছে তিনি কতদিন শৈশবের ক্লাবটিতে থাকতে চান।

স্বয়ং বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ এমনটি জানিয়েছেন। চুক্তি নবায়নে আনুষ্ঠানিক আলোচনার কাজটা খুব শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।

২৯ বছর মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালের জুনে। বার্সার প্রাণভোমরার সঙ্গে দীর্ঘ চুক্তি করতে মুখিয়ে আছেন বার্তোমেউ। কিন্তু বল মেসির কোর্টে থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

ইএসপিএন এফসি তে দেওয়া সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, বার্সেলোনার সঙ্গে থাকতে মেসির কাছে সব বছরই আছে যা সে চাইবে। বার্সা ও বিশ্ব ফুটবল ইতিহাসের সবার সেরা মেসি। আমরা খুবই খুশি যে, ক্লাবের জন্য সে অপরিহার্য, ভক্তদের কাছে তার গুরুত্ব অনেক, ফুটবলের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ।

আগামী মাসে অবশ্যই আমরা তার সঙ্গে কথা বলবো। সে জানে যে, তার কাছে আজীবনের চুক্তি রয়েছে। তার ক্ষেত্রে এখানে কোনো সীমা নেই। এটা মেসিই নির্ধারণ করবে এবং এই মুহূর্তে তার বয়স ২৯। সে প্রতিভাবান, উচ্চাকাঙ্ক্ষী এবং আরো অনেক বছর খেলা চালিয়ে যেতে সে নিখুঁত অবস্থাতেই আছে। এখন আমাদের লক্ষ্য আগামী মাসে তা (নতুন চুক্তি) করা, কিন্তু মেসি অবশ্যই বার্সেলোনায় খেলা অব্যাহত রাখবে। যোগ করেন বার্সা প্রেসিডেন্ট।
৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে