শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০২:০১:৪৭

‘জাতীয় দলে ডাক পাওয়া আমার জন্য একটি চমক’

‘জাতীয় দলে ডাক পাওয়া আমার জন্য একটি চমক’

স্পোর্টস ডেস্ক : এর আগে জাতীয় দলে খেলেছেন তিনি। ২০০৮ সালে জাতীয় দলের বাইরে চলে যান। ফের জাতীয় দলে ডাক পেয়েছেন। নতুন করে দলে ডাক পাওয়াকে একটি চমক হিসেবে দেখছেন এই ক্রিকেটার।

আবারো জাতীয় দলের পুলে ডাক পেয়েছেন মোশাররফ হোসেন রুবেল। কিন্তু, এ যেন স্বপ্নের মতো। বাঁ-হাতি এই স্পিনারের ভাষায়, পুরো ব্যাপারটা চমক ছিলো তার জন্য।

ছিলেন হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) সদস্য। সেখান থেকে অনেকটা হুট করেই জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে, সর্বশেষ আফগানিস্তান সিরিজে ২০ সদস্যের পুলে। মোশাররফ রুবেল অবশ্য এর পুরো কৃতিত্বটা দিচ্ছেন ভারতীয় স্পিন পরামর্শক ভেংটেশপতি রাজুকে। এইচপিতে তিনি স্পিনারদের নিয়ে কাজ করেছেন, যার মধ্যে অন্যতম একজন এই অলরাউন্ডার। তিনিই রুবেলকে জাতীয় দলের ‘বাজিয়ে’ দেখার পরামর্শ দিয়ে যান।

৩৪ বছরের মোশাররফ এক সাক্ষাতকারে বলেন, ‘সুযোগ পাওয়াটা অবশ্যই আমার জন্য চমক। আমি শুনেছি, ভেংকটপতি রাজু আমার ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে গিয়েছিলেন। যখন আমাদের ক্যাম্পে ছিলেন আমাকে অনেক পরামর্শ দিয়েছেন, অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেছেন, অন্যান্যদের তুলনায় আমার বোলিংয়ে বেশি বৈচিত্র্য রয়েছে।’

 জাতীয় দলের হয়ে ওই তিনটি ম্যাচই খেলেছিলেন মোশাররফ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেবার বল হাতে সুবিধা করতে পারেননি। একটি মাত্র উইকেট নিতে পেরেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ভালো ইঙ্গিতই দিচ্ছেন তিনি। ঢাকা প্রিমিয়ার,  বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)  কিংবা জাতীয় লিগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় দলে ফিরতে চান।

বলেছেন, ‘এটা আমার জন্য দুঃখজনক যে আমি খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারিনি। কিন্তু আমি বিপিএলের মতো শীর্ষস্থানীয় টুর্নামেন্টে খেলেছি। আমার কিছু স্পেশাল পারফরম্যান্সও আছে ঘরোয়া ক্রিকেটে। চারদিনের ম্যাচেও আমার পরিসংখ্যান অন্যান্যদের তুলনায় ভালো। সেক্ষেত্রে জাতীয় দলে সুযোগ পেলে হয়তো এই সময়ের মধ্যে আমি আলাদা ক্যারিয়ার গড়তে পারবো।’
৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে