শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:০৭:০৫

নারী ফুটবলারদের পুরস্কার দেবে বিসিবি, অতিথি থাকবেন প্রধানমন্ত্রী

নারী ফুটবলারদের পুরস্কার দেবে বিসিবি, অতিথি থাকবেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক : কেবল ক্রিকেটেই সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গণের অন্য সব খাতেও সমানভাবে পাশে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।  নারী ফুটবলারদের পুরস্কার দেবে বিসিবি, অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিয়মিত বাংলাদেশের অ্যাথলেটদের উৎসাহ জুগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এর আগে সাফ গেমসে স্বর্ণজয়ী মাহফুজা শিলা এবং সীমান্তকে সম্মানিত করেছে বিসিবি। তবে এবার স্বর্ণ না জিতলেও কিশোরীদের নান্দনিক ফুটবল খেলা মুগ্ধ করেছে দেশবাসীকে।

তাই ঈদের পরই নারী ফুটবলারদের সম্মানিত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্মাননা অনুষ্ঠান হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, খেলায় হার-জিত আছে। আমি খেলাগুলো দেখেছি। তারা আসলেই শতভাগ পেশাদার ফুটবল খেলেছে। কোনো একটা ম্যাচেও মনে হয়নি তারা কোনো দিক দিয়ে পিছিয়ে আছে।

ইরান, সিঙ্গাপুর, কিরগিস্তান, চাইনিজ তাইপে এবং সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-১৬ দলের কিশোরীরা। শিগগিরই তাদের জন্য থাকছে বিশেষ সম্মাননা।

বিসিবি সভাপতি বলেন, ওদের যে দক্ষতা দেখেছি তাতে ওদের খেলতে হবে। নতুন প্রজন্মকে খেলায় আগ্রহী করতে হবে। সে জন্য আমরা মনে করেছি ওদের পুরস্কৃত করা উচিত।

নাজমুল হাসান বলেন, যেদিন ওরা চ্যাম্পিয়ন হয়েছে সেদিনই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদের একটা সম্মাননা দেব। তিনি জানান, এ কথা প্রধানমন্ত্রী নিজে থেকেই তুলেছেন।

এদিকে ইংল্যান্ড অধিনায়ক এওয়েন মরগানকে বাংলাদেশ সফরের বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় বেধে দিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড। তবে ইংলিশরা নির্দ্বিধায় বাংলাদেশ সফর করতে পারে বলে নিশ্চয়তা দিয়েছে বিসিবি।-চ্যানেলআই
৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে