শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৪৭:১১

পাকিস্তানের হাতে টেস্টের রাজত্ব তুলে দিবে আইসিসি

পাকিস্তানের হাতে টেস্টের রাজত্ব তুলে দিবে আইসিসি

স্পোর্টস ডেস্ক: ২০০৩ সালে বর্তমান র‌্যাঙ্কিং পদ্ধতি প্রবর্তিত হবার পরে এই প্রথমবারের মত টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করেছে পাকিস্তান। ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে নিশ্চিত করার পরেই পাকিস্তানের এই কৃতিত্ব অর্জিত হয়।

আর সে কারণেই আগামী ২১ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হকের হাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের মসনদ তুলে দিবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
 
পাকিস্তানের এই কৃতিত্ব অবশ্য একক ভাবে অর্জিত হয়নি। শ্রীলঙ্কা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ও বৃষ্টি বিঘ্নিত ক্যারিবীয় মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজ ভারত ২-০ ব্যবধানে জিতলে পাকিস্তানের সামনে শীর্ষস্থানটি দখলের সুযোগ চলে আসে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারটি ম্যাচ অনুষ্ঠিত হলে ভারতের সামনে সুযোগ ছিল ৪-০ ব্যবধানে সিরিজ জয়ের। তাহলে ভারতই র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রাখতো।
 
বর্তমানে পাকিস্তান ভারতের থেকে এক রেটিং পয়েন্ট এগিয়ে ১১১ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সংগ্রহ সমান ১০৮ পয়েন্ট। শীর্ষ সাতটি দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ১৬।-বাসস
১০ সেপ্টেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে