শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:০৪:৪৫

ব্রিটিশ সংবাদমাধ্যমসহ সবদিক থেকে কড়া সমালোচনায় বিদ্ধ মরগ্যান

ব্রিটিশ সংবাদমাধ্যমসহ সবদিক থেকে কড়া সমালোচনায় বিদ্ধ মরগ্যান

স্পোর্টস ডেস্ক : নিজের সিদ্ধান্তে অটল মরগ্যান। তার এই সিদ্ধান্ত ভালো ভাবে নেয়নি ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। এরই মধ্যে ব্রিটিশ সংবাদমাধ্যমেই শুরু হয়ে গেছে মরগানের সমালোচনা।

ক্রিকেটারদের মধ্যে মনগ্যানের সমালোচনা। ভক্ত মহলেও চলছে। এক কথায় ব্রিটিশ সংবাদমাধ্যমসহ সবদিক থেকে কড়া সমালোচনায় বিদ্ধ মরগ্যান।

ডেইলি মেইল তো শিরোনামই করেছে ‘ইংল্যান্ডের বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়িয়ে দেশকে ডোবাচ্ছেন মরগান, ঝুঁকিতে ফেলছেন নিজের ক্যারিয়ার।’সাবেক অধিনায়ক, ধারাভাষ্যকার ও কলামিস্ট নাসের হুসেইন তো গার্ডিয়ান পত্রিকায় বলেই দিয়েছেন, এতে করে মরগান দলে তার নেতৃত্ব হারাতে পারে।

আরেক সাবেক ইংলিশ পেসার ও ক্রিকেট সাংবাদিক ডেরেক প্রিঙ্গল টুইট করেছেন, ‘ভারত সফরে বোমা হামলার স্মৃতির কথা বলে মরগান ইংল্যান্ডের বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে দিল। কিন্তু সে তো ভারতে যাওয়া বন্ধ করেনি।’

তবে মরগানের সবচেয়ে কড়া সমালোচনা করেছে ডেইলি মেইল। প্রয়োজনের সময় মরগান দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ বলে উল্লেখ করে প্রশ্ন তুলেছে, ‘তরুণ সতীর্থদের জন্য যখন তাদের অধিনায়ককে সবচেয়ে বেশি দরকার, সেই সময় মরগান এমন একটা কাজ কীভাবে করে?

শুধু এটুকুই নয়, ইংল্যান্ডের প্রতি মরগানের আনুগত্যও প্রশ্নবিদ্ধ করেছে মেইল, ‘দলে সে সবচেয়ে বিচ্ছিন্ন ও আবেগহীন চরিত্র। আশ্রিত দেশের হয়ে উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য সে নিজের দেশকে বাদ দিতেও দ্বিধা করেনি।’
১০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে