শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৫৬:১৭

গেইলের আত্মজীবনী প্রকাশ

গেইলের আত্মজীবনী প্রকাশ

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর দিল্লির একটি হোটেলে শনিবার ওয়েস্ট ইন্ডজের ব্যাটিং দানব ক্রিস গেইলের আত্মজীবনী ‘সিক্স মেশিন’ এর মোড়ক উন্মোচন করেন।

এ সময় অনুরাগ ঠাকুর বলেন, ক্রিকেটে গেইলের যে অবদান তা প্রত্যক্ষ করতে পেরে আমি উচ্ছ্বসিত। সে সেরা ক্রিকেটারদের একজন, যাদের সাফল্য শুধুমাত্র স্কোরশিট দিয়ে পরিমাপ করা যায় না।

অনুষ্ঠানে উপস্থিত ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ বলেন, গেইল অন্যতম মজা প্রিয় ও প্রকৃত মানুষ যার সঙ্গে যোগাযোগ রাখতে পেরে আমি আনন্দিত। আমি খুশি যে, আরো অনেক মানুষ এখন আসল গেইল সম্পর্কে জানবে। অামি নিশ্চিত, বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তরা ‘সিক্স মেশিন’ ভালোভাবেই গ্রহণ করবেন।

আত্মজীবনী প্রকাশের ব্যাপারে গেইল বলেছেন, আমার প্রথম বইটি প্রকাশ করা নিয়ে আমি সত্যিই আনন্দিত। আশা করছি, এটা দূরদূরান্তে পৌঁছে যাবে। ক্রিকেট ও এর বাইরে এখানে অনেক স্টোরি রয়েছে এবং গোপনীয় কিছু আছে যা সবার সঙ্গে শেয়ার করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছি।
১০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে