শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১০:০১:৫১

চার-ছক্কার বিপিএল শুরু হচ্ছে ৪ নভেম্বর

চার-ছক্কার বিপিএল শুরু হচ্ছে ৪ নভেম্বর

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর মাঠে গড়াবে ৪ নভেম্বর। প্লেয়ার ড্রাফট হবে ৩০ সেপ্টেম্বর। এবারের আসরে ৭টি দল অংশ নিবে।

 
দলগুলো হলো:  কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বরিশাল বুলস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস এবং চিটাগং ভাইকিংস।
 
এদের সাথে থাকবে খুলনা ও রাজশাহী। তবে বিপিএলের গত আসরে অংশ নেয়া সিলেট সুপার স্টার্সের ফ্র্যাঞ্চাইজি নিয়মকানুন না মানায় তারা এবারের আসরে থাকছে না।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক মেইল বার্তায় আরো জানা যায় এবারের আসরে অংশ নিতে যাওয়া খুলনা ও রাজশাহীর মালিকানা পেতে আগ্রহ দেখিয়েছে জেমকন গ্রুপ, মেনগো ইন্টারটেইনম্যান্ট লিমিটেড, তানভির ফুড লিমিটেড এবং ল্যাব এইড গ্রুপ।
 
জেমকন গ্রুপ খুলনার মালিকানা পেতে আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে রাজশাহীর মালিকানা পেতে আগ্রহ দেখিয়েছে মেনগো ইন্টারটেইনম্যান্ট লিমিটেড। তবে বিসিবি ঈদুল আযহার পর দুই দলের ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা দিবে।-ইত্তেফাক
১০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে