শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৫২:৩৫

শাবাশ! বাংলার বাঘিনীরা!! শাবাশ!!!

শাবাশ! বাংলার বাঘিনীরা!! শাবাশ!!!

স্পোর্টস ডেস্ক : বেলফাস্টে আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ তে হেরেছে বাংলাদেশ। লেগ স্পিনার রুমানার হ্যাটট্রিকে আজকের ম্যাচটা জয়ের ফলে ওয়ানডে সিরিজে ১-০ তে জিতলা তারা। প্রথম ওয়ানডেটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে।

প্রথমে ব্যাট করে বাংলাদেশের মেয়েরা ৪০.১ ওভারে করে ১০৬ রান। জবাবে সহজ জয়ের দিকেই যাচ্ছিল আইরিশ মেয়েরা। এক পর্যায়ে হাতে ৮ উইকেট নিয়ে দরকার ছিল মাত্র ৫৫ রান। কিন্তু রুমানার হ্যাটট্রিকে ঘুরে যায় ম্যাচের মোড়। বাংলাদেশের মেয়েদের হাতে ধরা দেয় সিরিজ জয়।

হ্যাটট্রিক করে দলকে জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাওয়া রুমানা বলেছেন, দারুন লাগছে। ওই সময়ে এটা না হলে আমরা জিততাম না। দলের জন্য এরকম একটা কিছুই দরকার ছিল। চাপের মধ্যে থেকেও কাজটা করে পেরে আমি খুশি।

তিনি আরো বলেন, আগের দুই ব্যাটসম্যানকে আমি সোজা বল করে এলবিডব্লু করেছি। হ্যাটট্রিক বলেও ভাবলাম ওরকম বলই করতে হবে। টার্ন করানোর চেষ্টা না করে সোজা করতে চেয়েছি। সেটাই হয়েছে।
১০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে