রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:১২:২৫

স্তব্ধ ন্যু ক্যাম্প, এ কি লজ্জা বার্সার!

স্তব্ধ ন্যু ক্যাম্প, এ কি লজ্জা বার্সার!

স্পোর্টস ডেস্ক : এর আগে ২০০০ সালে ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দিয়েছিল দেপোর্তিভো আলাবেস। তাই ইতিহাস হয়ে থাকা সেই ম্যাচটির পুনরাবৃত্তি চাইছিল না জায়ান্ট বার্সেলোনা। কিন্তু শনিবার সেই একই ঘটনা ঘটিয়ে বার্সাকে লজ্জা দিয়ে তারা ম্যাচটি জিতে নিয়েছে ২-১ গোলে!

ন্যু ক্যাম্পে অতিথিরা গোলের দেখা পায় প্রথমার্ধেই। ৩৯ মিনিটে জালে বল জড়ান ডেইভেরসন। তবে বিরতির পর ৪৬ মিনিটে সমতায় ফেরে কাতালানরা। নেইমারের কর্নার থেকে হেডে গোলটি করেন ম্যাথিউ।

সমতায় ফিরলেও বার্সাকে আবারও গোল হজম করিয়ে ছাড়ে নতুন করে লিগে জায়গা পাওয়া আলাবেস। ৬৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ইবাই।

শুরুতে প্রাণভোমরা মেসি ও সুয়ারেস ছিলেন না। তবে যখন নামলেন তখন বার্সার হয়ে তেমন কিছুই আর করতে পারলেন না।

লিগে দুই জয়ের পর তৃতীয় ম্যাচে এসে হার। ফলে শুরুতেই পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান হারালো এনরিকের শিষ্যরা রিয়াল মাদ্রিদের কাছে।

১১ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে