রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:০০:১৩

সাংবাদিকের ওপর ক্ষেপে যা বললেন আফ্রিদি

সাংবাদিকের ওপর ক্ষেপে যা বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের দায়ে বর্তমানে পাকিস্তান দলে অনেকটা অবেহেলিত শহীদ খান আফ্রিদি।

সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে দলে নেওয়া হয়নি তাকে। সম্প্রতি এমন পরিস্থিতির পর আবারও জাতীয় দলে ফেরার সম্ভাবনা কতটুকু-এমন প্রশ্নের পর সাংবাদিকদের উপর চটে গেছেন আফ্রিদি।

সম্প্রতি করাচিতে এক সাংবাদিক আফ্রিদিকে বলেন, আপনি কি মনে করেন আবারও জাতীয় দলে ফেরার জন্য আপনি ফিট রয়েছেন। এমন প্রশ্নের পর আফ্রিদি ক্ষেপে গিয়ে বলেন, ‘আমি আপনার মতো দশজনকে নিয়ন্ত্রণ করতে পারবো। বয়স হলে আমি নিজেই ক্রিকেট থেকে সরে দাড়াবো। কাউকে ছিটকে ফেলতে দিবো না।’

গনমাধ্যমকে নির্বাচক কমিটির দায়িত্ব না নেওয়ার আহ্বান জানিয়েছেন আফ্রিদি। টি-টোয়েন্টিতে সরফরাজ এবং ওয়ানডেতে আজহার আলীর ভূমিকা নিয়ে আফ্রিদি বলেন, ‘এটা ঠিক আজহার ওয়ানডেতে ঠিকমতো  দায়িত্ব পালন করতে পারছেন না। কিন্ত এজন্য মিডিয়ার তার উপর চাপ প্রয়োগ করা উচিত নয়। সরফরাজ অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে ভালো করেছেন। মিডিয়ার উচিত এই দুই অধিনায়ককে চাপমুক্ত রাখা।’
১১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে