রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৫৪:১৭

মেসি-নেইমারদের হারিয়ে ১৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনলো আলাভেস

মেসি-নেইমারদের হারিয়ে ১৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনলো আলাভেস

স্পোর্টস ডেস্ক: গতকাল জিততেই হবে এমন চাপ নিয়ে আলাভেসের বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা।

এদিন নিজেদের মাঠে মেসি, সুয়ারেজ ও ইনিয়েস্তাকে ছাড়াই মূল একাদশ সাজায় লুইস এনরিক। কারণটা নিশ্চিত অতীত ইতিহাস ও পরিসংখ্যান। ন্যু ক্যাম্পে এই আলাভেসের বিপক্ষে ১১বার মুখোমুখি লড়াইয়ে ৯ ম্যাচেই জয় পেয়েছে বার্সা। একটিতে ড্র আর বাকী ম্যাচে হারে কাতালান ক্লাবটি। সেই হারটিও আবার দেড় দশকেরও বেশি সময়ের আগে!

২০০০ সালের ফেব্রুয়ারীতে আলাভেসের কাছে ১-০ গোলের সেই হারের কথা যেন আর স্মৃতিতেই নেয় বার্সার! তবে ম্যাচের ম্যাচের ৩৯ মিনিটে ব্রুম সিলভা অ্যাকোস্টা গোল করে দলকে এগিয়ে দিলে ১৬ বছর আগে ন্যু ক্যাম্পের সেই জয়ের স্মৃতিতেই যেন ভাসতে শুরু করে আলাভেস।

লা লিগার চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থাকার আনন্দ-উল্লাস নিয়েই বিরতিতে যায় সফরকারী আলাভেস। কিন্তু বিরতি থেকে ফিরেই সফরকারীদের সেই উৎসবে জল ঢেলে দেন জেরেমি ম্যাথিউ। তার গোলেই ১-১ ব্যবধানে সমতায় ফেরার পাশাপাশি স্বস্তিও ফিরে কাতালান শিবিরে।

কিন্তু ৬৪ মিনিটে গোমেজ পেরেজ গোল করলে আলাভেসের ব্যবধান যখন ২-১ হয় তখন সফরকারী দলের উচ্ছ্বাসটাও বেড়ে দ্বিগুন হয়। এরপর মেসি-সুয়ারেজ-ইনিয়েস্তাদের বেঞ্চ থেকে এনে গোল করার জন্য মরিয়া হলেও এনরিকের শিষ্যরা আর প্রতিপক্ষের জাল খোঁজে পায়নি। এই ম্যাচ দিয়ে বার্সার জার্সিতে নতুন মৌসুম শুরু করেন ব্রাজিলকে অলিম্পিকের স্বর্ণপদক জেতানো নেইমারও। কিন্তু তারপরও বার্সাকে টানা অষ্টম জয় উপহার দিতে পারেনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আক্রমণভাগ!
১১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে